Homeখবরবিদেশরাষ্ট্রসংঘে জো বাইডেনের শেষ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, উঠে এল ভারতের ভোটের...

রাষ্ট্রসংঘে জো বাইডেনের শেষ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, উঠে এল ভারতের ভোটের কথা

প্রকাশিত


নিউইয়র্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৭৮তম অধিবেশনে নিজের শেষ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । মঙ্গলবার বক্তৃতা করার সময় তিনি বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধ কারোরই স্বার্থে নয় এবং পরিস্থিতি সত্ত্বেও কূটনৈতিক সমাধান এখনো সম্ভব।

বাইডেন রাষ্ট্রসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হলেও পূর্ণাঙ্গ যুদ্ধ কেউ চায় না, কূটনৈতিক সমাধান এখনও সম্ভব”। তার এই বক্তব্যে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সম্পর্কেও আশার কথা শোনা যায়।

বাইডেন আরও উল্লেখ করেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের মূল উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে। বাইডেন বলেন, “পুতিনের যুদ্ধ করার মূল লক্ষ্যেই ব্যর্থ হয়েছে। তিনি ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু ইউক্রেন এখনো স্বাধীন”। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন জয় না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে এবং ন্যায্য, টেকসই শান্তির জন্য লড়াই করবে।

মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে বাইডেন বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হলে তা ইরানের পক্ষ থেকে আসা চলমান হুমকির মোকাবিলায় বিশ্বকে আরও শক্তিশালী অবস্থানে রাখবে। তিনি বলেন, “আমাদের একসঙ্গে ইরানের সন্ত্রাসবাদী আর তাদের সহযোগীদের কাছ থেকে আকাশ কেড়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।”

বাইডেনের এই ভাষণের সময়, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে। ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে ভোটাররা সিদ্ধান্ত নেবেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস না প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী অধিকারী হবেন।

বাইডেন নিজের বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ হিসেবে ভারত, দক্ষিণ কোরিয়া এবং ঘানার নাম উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা এই বছর দেখেছি ঘানা থেকে ভারত পর্যন্ত, দক্ষিণ কোরিয়া থেকে আরও অনেক দেশে, নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ভবিষ্যৎ বেছে নিচ্ছেন। এই বছরই বিশ্বের এক-চতুর্থাংশের মানুষ নির্বাচনে অংশ নিয়েছে।”

সাধারণ পরিষদের বক্তৃতায় তিনি বলেন, “এই গ্রীষ্মে আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল—আমি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা। প্রেসিডেন্ট হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আরও অনেক কিছু করার ইচ্ছা থাকলেও, ৫০ বছরের সরকারি সেবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। ক্ষমতা ধরে রাখার চেয়েও বড় কিছু রয়েছে, সেটা হল জনগণের সেবা”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।