Homeখবরবিদেশমুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি একমত যে মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) কমলা হ্যারিসের কাছে পাত্তাই পেলেন না প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিতর্কসভার পর যে জনমত সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে, যাঁরা ওই ডিবেট দেখেছেন তাঁদের ৬৭ শতাংশের মত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস অনেক ভালো পারফর্ম করেছেন। ৩৩ শতাংশ ভিন্ন মত পোষণ করেন। ‘সিএনএন পোল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জনমত সমীক্ষা করে এসএসআরএস নামে একটি স্বাধীন গবেষণা গোষ্ঠী।

বিতর্কসভার আগে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ একটা জনমত সমীক্ষা করেছিল। তাতে দেখা যায় দুজন প্রার্থী সমানে সমানে পাল্লা দিচ্ছেন। ‘সিএনএন পোল’ জানিয়েছে, হ্যারিসের সমর্থকদের মধ্যে ৯৬% মনে করেন, তাঁদের প্রার্থী অনেক ভালো পারফর্ম করেছেন। অন্যদিকে ট্রাম্প সম্পর্কে এই ধারণা পোষণ করেন তাঁর ৮৯% সমর্থক।

বিদেশনীতি থেকে গর্ভপাত, নানা বিষয় উত্থাপিত হয় বিতর্কসভায়। হ্যারিসের কথায় মাঝেমাঝেই উত্তেজিত হয়ে উঠছিলেন ট্রাম্প। বিতর্কসভার পরে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটিই তাঁর সবচেয়ে ভালো ডিবেট হল। যদিও জনমত সমীক্ষা অন্যকথা বলছে।

এর আগে জুন মাসে একটি প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল, যখন ডেমোক্র্যাট প্রাথী হিসাবে লড়াইয়ে ছিলেন জো বিডেন। সেই বিতর্কসভায় অবশ্য ট্রাম্প মাত করে দেন বিডেনকে। জনমত সমীক্ষার ফলাফল ছিল ট্রাম্পের পক্ষে ৬৭% এবং বিডেনের পক্ষে ৩৩%। এর পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত করেন বিডেন।

তবে এই জনমত সমীক্ষা করা হয়েছে যাঁরা ডিবেট দেখেছেন তাঁদের নিয়ে। যাঁরা ভোট দেবেন তাঁদের সামগ্রিক মতামত এই সমীক্ষার ফলে প্রতিফলিত হয় না।

ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে পেনসিলভেনিয়ায় এবিসি নিউজ় আয়োজিত মুখোমুখি বিতর্কসভায় প্রথমবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখোমুখি হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সভার শুরুতেই একে অপরের সঙ্গে হাত মেলালেন। তারপর শুরু হল দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি বিতর্ক। গর্ভপাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের বিদেশনীতি, অর্থনীতি থেকে আবাসন সংকট, বাদ যায়নি কোনো ইস্যুই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।