Homeখবরবিদেশমুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি একমত যে মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) কমলা হ্যারিসের কাছে পাত্তাই পেলেন না প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিতর্কসভার পর যে জনমত সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে, যাঁরা ওই ডিবেট দেখেছেন তাঁদের ৬৭ শতাংশের মত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস অনেক ভালো পারফর্ম করেছেন। ৩৩ শতাংশ ভিন্ন মত পোষণ করেন। ‘সিএনএন পোল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জনমত সমীক্ষা করে এসএসআরএস নামে একটি স্বাধীন গবেষণা গোষ্ঠী।

বিতর্কসভার আগে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ একটা জনমত সমীক্ষা করেছিল। তাতে দেখা যায় দুজন প্রার্থী সমানে সমানে পাল্লা দিচ্ছেন। ‘সিএনএন পোল’ জানিয়েছে, হ্যারিসের সমর্থকদের মধ্যে ৯৬% মনে করেন, তাঁদের প্রার্থী অনেক ভালো পারফর্ম করেছেন। অন্যদিকে ট্রাম্প সম্পর্কে এই ধারণা পোষণ করেন তাঁর ৮৯% সমর্থক।

বিদেশনীতি থেকে গর্ভপাত, নানা বিষয় উত্থাপিত হয় বিতর্কসভায়। হ্যারিসের কথায় মাঝেমাঝেই উত্তেজিত হয়ে উঠছিলেন ট্রাম্প। বিতর্কসভার পরে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটিই তাঁর সবচেয়ে ভালো ডিবেট হল। যদিও জনমত সমীক্ষা অন্যকথা বলছে।

এর আগে জুন মাসে একটি প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল, যখন ডেমোক্র্যাট প্রাথী হিসাবে লড়াইয়ে ছিলেন জো বিডেন। সেই বিতর্কসভায় অবশ্য ট্রাম্প মাত করে দেন বিডেনকে। জনমত সমীক্ষার ফলাফল ছিল ট্রাম্পের পক্ষে ৬৭% এবং বিডেনের পক্ষে ৩৩%। এর পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত করেন বিডেন।

তবে এই জনমত সমীক্ষা করা হয়েছে যাঁরা ডিবেট দেখেছেন তাঁদের নিয়ে। যাঁরা ভোট দেবেন তাঁদের সামগ্রিক মতামত এই সমীক্ষার ফলে প্রতিফলিত হয় না।

ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে পেনসিলভেনিয়ায় এবিসি নিউজ় আয়োজিত মুখোমুখি বিতর্কসভায় প্রথমবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখোমুখি হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সভার শুরুতেই একে অপরের সঙ্গে হাত মেলালেন। তারপর শুরু হল দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি বিতর্ক। গর্ভপাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের বিদেশনীতি, অর্থনীতি থেকে আবাসন সংকট, বাদ যায়নি কোনো ইস্যুই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।