Homeখবরবিদেশ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট।

প্রকাশিত

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁর নিরলস সংগ্রাম ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টার জন্যই তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

শুক্রবার অসলোতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়ার্গেন ওয়াটনে ফ্রাইডনেস।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে নিরলস লড়াই এবং স্বৈরাচার থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হচ্ছে মারিয়া কোরিনা মাচাদোকে।”

এই বছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল—এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা।

মারিয়া কোরিনা মাচাদো: ভেনেজুয়েলার আশার প্রতীক

ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসে মাচাদো পরিচিত একজন সাহসী বিরোধী নেত্রী হিসেবে, যিনি দীর্ঘদিন ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বহু গণআন্দোলন আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে এসেছে।

ট্রাম্পের আশায় জল

এ বছরের পুরস্কার ঘিরে শুরু থেকেই ছিল প্রবল জল্পনা—বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ঘিরে। নিজেকে শান্তির দূত বলে দাবি করে ট্রাম্প প্রকাশ্যে বলেন যে, তিনি “নোবেল পাওয়ার যোগ্য”।

একাধিক দেশ—ইজরায়েল, পাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া—তাঁর নাম মনোনয়ন করেছে বলেও জানা গিয়েছিল। কিন্তু নোবেল কমিটি ট্রাম্পের আগ্রাসী প্রচার বা রাজনৈতিক চাপে প্রভাবিত হয়নি।

ট্রাম্প বলেন, “আমি জানি না ওরা কী করবে, কিন্তু আমি জানি—আমি নয় মাসে আটটা যুদ্ধ থামিয়েছি। ইতিহাসে এর আগে কেউ পারেনি।”

তবে শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার যুদ্ধ নয়, শান্তির পথে দৃঢ় সংগ্রামরত এক নারী নেত্রীর হাতেই পৌঁছাল।

আরও পড়ুন: কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

আরও পড়ুন

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।