Homeখবরবিদেশ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট।

প্রকাশিত

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁর নিরলস সংগ্রাম ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টার জন্যই তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

শুক্রবার অসলোতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়ার্গেন ওয়াটনে ফ্রাইডনেস।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে নিরলস লড়াই এবং স্বৈরাচার থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হচ্ছে মারিয়া কোরিনা মাচাদোকে।”

এই বছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল—এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা।

মারিয়া কোরিনা মাচাদো: ভেনেজুয়েলার আশার প্রতীক

ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসে মাচাদো পরিচিত একজন সাহসী বিরোধী নেত্রী হিসেবে, যিনি দীর্ঘদিন ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বহু গণআন্দোলন আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে এসেছে।

ট্রাম্পের আশায় জল

এ বছরের পুরস্কার ঘিরে শুরু থেকেই ছিল প্রবল জল্পনা—বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ঘিরে। নিজেকে শান্তির দূত বলে দাবি করে ট্রাম্প প্রকাশ্যে বলেন যে, তিনি “নোবেল পাওয়ার যোগ্য”।

একাধিক দেশ—ইজরায়েল, পাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া—তাঁর নাম মনোনয়ন করেছে বলেও জানা গিয়েছিল। কিন্তু নোবেল কমিটি ট্রাম্পের আগ্রাসী প্রচার বা রাজনৈতিক চাপে প্রভাবিত হয়নি।

ট্রাম্প বলেন, “আমি জানি না ওরা কী করবে, কিন্তু আমি জানি—আমি নয় মাসে আটটা যুদ্ধ থামিয়েছি। ইতিহাসে এর আগে কেউ পারেনি।”

তবে শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার যুদ্ধ নয়, শান্তির পথে দৃঢ় সংগ্রামরত এক নারী নেত্রীর হাতেই পৌঁছাল।

আরও পড়ুন: কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।