Homeখবরবিদেশ২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পেলেন ৬৬ হাজারেরও বেশি ভারতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয়

২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পেলেন ৬৬ হাজারেরও বেশি ভারতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয়

প্রকাশিত

আমেরিকায় নাগরিকত্ব পাওয়ায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেল ভারত। মার্কিন কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ৬৫,৯৬০ জন ভারতীয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। যার ফলে মেক্সিকোর পরেই আমেরিকাতে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হল ভারত।

মার্কিন জনগণনা ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লক্ষ বিদেশী বংশোদ্ভূত ব্যক্তি সে দেশে বসবাস করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গত ১৫ এপ্রিলের সর্বশেষ ‘ইউএস ন্যাচারালাইজেশন পলিসি’ প্রতিবেদনে ২০২২ অর্থবছরে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন আমেরিকার নাগরিক হয়েছেন।

মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আমেরিকায় সর্বাধিক সংখ্যক নাগরিকত্ব নিয়েছে, তারপরে ভারত, ফিলিপাইন, কিউবা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের লোকেরা এই তালিকায় রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআরএস জানিয়েছে, ২০২২ সালে ১ লাখ ২৮ হাজার ৮৭৮ জন মেক্সিকান মার্কিন নাগরিক হয়েছেন। এরপর রয়েছে ভারত (৬৫ হাজার ৯৬০), ফিলিপাইন (৫৩ হাজার ৪১৩), কিউবা (৪৬ হাজার ৯১৩), ডোমিনিকান রিপাবলিক (৩৪ হাজার ৫২৫ জন), ভিয়েতনাম (৩৩ হাজার ২৪৬) ও চীন (২৭ হাজার ০৩৮)।

আরও পড়ুন। টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সিআরএস প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সালের হিসাবে, ২,৮৩১,৩৩০ জন বিদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ভারত থেকে এসেছিলেন, যা মেক্সিকোর ১০,৬৩৮,৪২৯ এর পরে দ্বিতীয় সর্বোচ্চ। মেক্সিকো ও ভারতের পরেই রয়েছে চীন, ২২ লাখ ২৫ হাজার ৪৪৭ জন বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

তবে সিআরএসের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের মধ্যে ৪২ শতাংশই বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার অযোগ্য। ২০২৩ সালের হিসাবে, গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর) এ থাকা প্রায় ২৯০,০০০ ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিক সম্ভাব্য নাগরিকত্বের জন্য যোগ্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।