Homeখবরবিদেশনেপালে ফের হেলিকপ্টার দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু

নেপালে ফের হেলিকপ্টার দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু

প্রকাশিত

নেপালের আকাশে আবারও ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। কাঠমান্ডু থেকে রওনা হওয়া একটি হেলিকপ্টার পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়েছে। এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।

বুধবার দুপুরে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিল এয়ার ডাইন্যাস্টি নামক নেপালি বিমান সংস্থার কপ্টারটি। গন্তব্য ছিল রসুয়া। কিন্তু মাঝপথে নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে কপ্টারটির। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আবহাওয়ার প্রতিকূলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কপ্টারটি ত্রিভুবন বিমানবন্দর থেকে দুপুর ১টা ৫৪ মিনিটে উড়েছিল। সূর্যচৌরে পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিছুতেই যোগাযোগ করা যাচ্ছিল না। পরে খবর আসে, এয়ার ডাইন্যাস্টির কপ্টারটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। কপ্টারে মোট কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূর্যচৌরে পৌঁছে গিয়েছে একাধিক উদ্ধারকারী দল।

ঢাকার সড়কে বেড়েছে যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা

কিছু দিন আগেই ত্রিভুবন বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই ঘটনায় মোট ১৯ জন ছিলেন, পাইলট ছাড়া সকলেরই মৃত্যু হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার কারণেই সেই দুর্ঘটনা ঘটেছিল। তার এক মাসও কাটেনি, আবার নেপালে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...