Homeখবরবিদেশনেপালে ফের হেলিকপ্টার দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু

নেপালে ফের হেলিকপ্টার দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু

প্রকাশিত

নেপালের আকাশে আবারও ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। কাঠমান্ডু থেকে রওনা হওয়া একটি হেলিকপ্টার পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়েছে। এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।

বুধবার দুপুরে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিল এয়ার ডাইন্যাস্টি নামক নেপালি বিমান সংস্থার কপ্টারটি। গন্তব্য ছিল রসুয়া। কিন্তু মাঝপথে নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে কপ্টারটির। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আবহাওয়ার প্রতিকূলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কপ্টারটি ত্রিভুবন বিমানবন্দর থেকে দুপুর ১টা ৫৪ মিনিটে উড়েছিল। সূর্যচৌরে পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিছুতেই যোগাযোগ করা যাচ্ছিল না। পরে খবর আসে, এয়ার ডাইন্যাস্টির কপ্টারটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। কপ্টারে মোট কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূর্যচৌরে পৌঁছে গিয়েছে একাধিক উদ্ধারকারী দল।

ঢাকার সড়কে বেড়েছে যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা

কিছু দিন আগেই ত্রিভুবন বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই ঘটনায় মোট ১৯ জন ছিলেন, পাইলট ছাড়া সকলেরই মৃত্যু হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার কারণেই সেই দুর্ঘটনা ঘটেছিল। তার এক মাসও কাটেনি, আবার নেপালে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...