Homeখবরবিদেশরক্তক্ষয়ী বিক্ষোভের পর পিছু হটল নেপাল সরকার, উঠল সমাজমাধ্যম নিষেধাজ্ঞা

রক্তক্ষয়ী বিক্ষোভের পর পিছু হটল নেপাল সরকার, উঠল সমাজমাধ্যম নিষেধাজ্ঞা

প্রকাশিত

অবশেষে পিছু হটল নেপাল সরকার। রক্তক্ষয়ী ছাত্র-যুব আন্দোলনের পর সোমবার গভীর রাতে তুলে নেওয়া হল সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা। সূত্রের খবর, জরুরি বৈঠকে নেপালের গৃহমন্ত্রী রমেশ লেখক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কাঠমান্ডুর রাজপথে গত কয়েক দিনে নজিরবিহীন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, তাঁদের মধ্যে এক জন ১২ বছরের শিশু। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয় রাজধানীতে। পার্লামেন্ট ভবনের বাইরে কারফিউ ভাঙার পর উত্তেজনা আরও বাড়ে।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি এবং কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেই তাঁদের আন্দোলন। ২৪ বছরের ছাত্র ইউজন রাজভাণ্ডারি বলেন, “আমরা শুধু সমাজমাধ্যমের নিষেধাজ্ঞার জন্য নই, বরং নেপালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই রাস্তায় নেমেছি।” অন্যদিকে ২০ বছরের ছাত্রী ইক্ষামা তুমরোক বলেন, “আমরা পরিবর্তন চাই। আগের প্রজন্ম সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মে এই অন্যায় শেষ হওয়া উচিত।”

বিক্ষোভ দমনে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, রবার বুলেট ব্যবহার করে। তাতেও থামেনি ভিড়। বহু আন্দোলনকারী সংসদ প্রাঙ্গণে ঢুকে পড়েন। একাংশের হাতে ছিল গাছের ডাল, বোতল, আর শ্লোগানে মুখর ছিল রাজপথ।

প্রসঙ্গত, শুক্রবার থেকে নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ছিল। সরকারের দাবি ছিল, এই সংস্থাগুলিকে দেশে নথিভুক্ত করা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক। কিন্তু সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পরও অধিকাংশ সংস্থা নির্দেশ মানেনি। ফলে নিষেধাজ্ঞা জারি হয়।

যদিও এর জেরে ক্ষোভে ফেটে পড়ে যুবসমাজ। অভিযোগ ওঠে, সরকার মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। টিকটকে ভাইরাল হয় সাধারণ নেপালিদের দুর্দশা বনাম রাজনীতিকদের সন্তানের বিলাসবহুল জীবনের তুলনা। পরিস্থিতি দ্রুত বিস্ফোরক হয়ে ওঠে।

অবশেষে চাপের মুখে সরে এল সরকার। রবিবার জারি এক বিবৃতিতে নেপাল সরকার দাবি করে, তারা মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে উন্মুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।