ঢাকা : বাংলাদেশে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর সে কারণেই বাংলাদেশের সুন্দরবনকে রয়্যাল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য নামে ঘোষণা করা হয়েছে। আর সেই অভয়ারণ্যে চোরা শিকারীদের বাড়বাড়ন্ত। ছাগলের মাংস বিষ মিশিয়ে রমরমিয়ে চলছে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার।
সূত্র মারফত জানা যাচ্ছে, কোথায় কখন বাঘের বিচরণ হচ্ছে সেই খবর আগেই পৌঁছে যাচ্ছে চোরা শিকারিদের কাছে। সেই সমস্ত জায়গায় রেখে দেওয়া হচ্ছে বিষ মেশানো ছাগলের মাংস। আর বিষাক্ত মাংস খেয়ে মৃত্যু হচ্ছে বাঘের। বহুদিন ধরেই চলছে এই পাচার চক্র।
এবার পুলিশের জালে ধরা পড়লেন দুই চোরাশিকারী। ধৃতদের নাম মোঃ হাফিজুর শেখ এবং মোহাম্মদ ইসমাইল শেখ। জানা যাচ্ছে, দুজনেরই বাড়ি সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধলপাড়া গ্রামে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ২৭ জানুয়ারি ধৃতরা শ্যামনগর উপজেলা সংলগ্ন সুন্দরবন থেকে বাঘটি শিকার করেছিল। জেরায় তারা স্বীকার করেছেন, তারা মাছ এবং গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে তারা প্রবেশ করতেন সুন্দরবনে। এরপর শিকার করতে বাঘ। এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : মেঘে ঢাকা আকাশ, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা!