Home খবর বিদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: কানাডার ক্যালগেরিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: কানাডার ক্যালগেরিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান

0
প্রতীকী ছবি

একুশের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরতে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালার আয়োজন সুদূর কানাডায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি।

জানা গিয়েছে, প্রথমদিন ১৯ ফেব্রুয়ারি রয়েছে ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক একটি কৃৎকলা প্রদর্শনী।

দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা ৭টায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হবে রওশন জামিল, আনোয়ার হোসেন, রাজ্জাক-সুচন্দা অভিনীত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

রাত ১২টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথমবারের মত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে একুশের কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গের নাট্যকর্মী মৌ ইসলাম।

২১ ফেব্রুয়ারি বিকেলে পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা সমাপ্ত হবে।

প্রসঙ্গত, কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version