কুয়েতের ম্যানগাফ এলাকায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে ৪৫ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে কুয়েত সরকার জানিয়েছে। নিহতদের তালিকায় একজন বাঙালি যুবক দ্বারিকেশ পট্টনায়েকের নামও রয়েছে, যিনি মেদিনীপুরের তুর্কগড়ের বাসিন্দা। মৃতদের মধ্যে ২৪ জন কেরলের, ৬ জন তামিলনাড়ুর এবং বাকিরা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বুধবার ভোরে কুয়েত সিটির দক্ষিণে ম্যানগাফ এলাকার এই বহুতল ভবনে আগুন লাগে। আগুনে পুড়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ভারতীয়। আজ বৃহস্পতিবার কুয়েত সরকার নিহতদের তালিকা প্রকাশ করেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের দেহ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। বুধবার রাতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই আহতদের চিকিৎসার বিষয়টি দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কুয়েতে পৌঁছেছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।
তবে আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বহুতলের গ্যাস লিক হওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। কুয়েত সরকারের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত শ্রমিকদের মধ্যে ভারতীয় ছাড়াও মিশর, নেপাল, পাকিস্তান এবং ফিলিপিন্সের বাসিন্দা রয়েছেন।
এই ভয়াবহ ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করছে কেন্দ্র।
আরও পড়ুন। কুয়েতে ছ’তলা বাড়িতে আগুন লেগে ৪২ ভারতীয়র মৃত্যু, যাচ্ছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী