পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াইয়ে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সূত্রের খবর, ইমরানের গ্রেফতারির বিষয়টি নিয়ে বুধবার সে দেশের সুপ্রিম কোর্টে যাচ্ছে পিটিআই।
জিও নিউজ জানিয়েছে, ইমরানের গ্রেফতারের পর পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি পরিস্থিতি পর্যালোচনা করতে এবং যত দ্রুত সম্ভব ইমরানের মুক্তির জন্য একটি বিস্তৃত কৌশল তৈরি করতে সাত সদস্যের কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। কমিটির সদস্য সিনেটর সাইফুল্লাহ খান নিয়াজী, আজম স্বাতী, ইজাজ চৌধুরি, মুরাদ সাইদ, আলী আমিন খান গন্ডাপুর এবং হাসান নিয়াজীর এ বিষয়ে আলোচনা করেন কুরেশি।
কুরেশির মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, “আজ (বুধবার) সুপ্রিম কোর্টে ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএবি) মাধ্যমে দলের প্রধান ইমরান খানের গ্রেফতারকে ‘আইনি’ বলে ঘোষণা করা হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে পিটিআই।”
#Pakistan supporters got angry on #ImranKhan arrest Video of tremendous ruckus and all the people when #ImranKhanArrested and all the anger of #Lahore turned into #protest #PakistanUnderSiege pic.twitter.com/ouDL2NPpht
— Nirpakh Post (@PostNirpakh) May 10, 2023
অন্য দিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ তাঁর সমর্থকদের। হিংসাত্মক আকার নেয় বিক্ষোভ। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতর এবং লাহৌরে কর্পস কমান্ডারের বাসভবনে হামলা চালানোর অভিযোগ।
বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশ, ইমরানের গ্রেফতারি ঘিরে অশান্তির জেরে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসলামাবাদ, করাচি, লাহৌরে ইমরান-সমর্থকদের হামলা, অন্তত ৬০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে।
সবমিলিয়ে বেলাগাম পরিস্থিতি পাকিস্তানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এমনটাও শোনা যাচ্ছে, পাকিস্তানে সামরিক আইন কার্যকরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে প্রবেশ করার মুখে পাকিস্তানি রেঞ্জারদের হাতে গ্রেফতার হন ইমরান খান। তাঁরগ্রেফতারির পরই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে পাকিস্তানে। বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাতে পথে নামেন পিটিআই সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের জেরে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের এই জেলাগুলিতে