Homeখবরবিদেশ‘মুনিরের শাসন হিটলারের চেয়েও খারাপ’: পাক সেনাপ্রধানকে সতর্ক করলেন ইমরান খানের বোন

‘মুনিরের শাসন হিটলারের চেয়েও খারাপ’: পাক সেনাপ্রধানকে সতর্ক করলেন ইমরান খানের বোন

তিনি বলেন, ইমরান খানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেনাপ্রধানের বংশধররাও দেশে নিরাপদ থাকবে না।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ক্রিকেটার ইমরান খানের বোন নোরিন নিয়াজি সেনাপ্রধান আসিম মুনিরকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইমরান খানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেনাপ্রধানের বংশধররাও দেশে নিরাপদ থাকবে না।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুরিন অভিযোগ করেন, ইমরান খানকে পাকিস্তানে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। তাঁর দাবি, “ইমরান মাত্র একটি শব্দ উচ্চারণ করলেই তাঁর দলের কর্মীরা জেলগেট ভেঙে তাঁকে উদ্ধার করবেন।”

তিনি বর্তমান পরিস্থিতিকে পাকিস্তানের ইতিহাসের ‘সবচেয়ে অন্ধকার যুগ’ হিসেবে উল্লেখ করে বলেন, “মুনিরের শাসন হিটলারের শাসনামলের চেয়েও খারাপ।”নোরিন জানান, তাঁরা গত তিন সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বা তাঁর খবর পাচ্ছেন না।

নোরিন আরও দাবি করেন, পাকিস্তানে নারীরা ও শিশুরাও পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে, আদালত দুর্বল হয়ে পড়েছে এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর দমনপীড়ন বাড়ানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে পিটিআই সমর্থকদের বিরুদ্ধে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে।

এর আগে ইমরান খানের ছোট ছেলে কাসিম খানও বলেন, বাবা যে বেঁচে আছেন, তার কোনো প্রমাণ তাঁদের কাছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইমরান খানের নিরাপত্তায় কোনো সমস্যা হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

নোরিন জানান, পরিবার কিংবা দলের নেতাদের কাউকেই গত চার সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি নির্ধারিত বৈঠকের জন্য যাওয়া পিটিআই সদস্যদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, “ভারতের সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে ইমরানকে হত্যা করা হয়েছে—কিন্তু আমাদের কেউ কিছু জানায়নি।” তবে জেল প্রশাসন গুজব উড়িয়ে দিয়ে জানায়, ইমরান খান সুস্থ আছেন।

ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি জানতে বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদি পিটিআই আইনপ্রণেতাদের নিয়ে আদিয়ালা কারাগার পরিদর্শনে যান। তার আগে ইমরানের বোন আলীমা খানকে সেখানকার কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি।

নোরিন আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের ক্ষোভ একসময় বিস্ফোরিত হতে পারে। “আমি শুধু আমার ভাইয়ের জন্য নয়, জেলে থাকা নিরীহ মানুষদের জন্যও উদ্বিগ্ন”, বলেন তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।