Homeখবরবিদেশগাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী...

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

প্রকাশিত

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “গাজা শান্তি প্রক্রিয়ায় ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। পণবন্দিদের মুক্তির ইঙ্গিত একটি বড় পদক্ষেপ। ন্যায়সংগত ও স্থায়ী শান্তির জন্য ভারত সবসময় এই প্রচেষ্টার পাশে থাকবে।”

এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন মোদী। তিনি বলেছিলেন, এই উদ্যোগ ইজরায়েল ও ফিলিস্তিনি জনগণের জন্য দীর্ঘমেয়াদি শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের একটি কার্যকর পথ খুলে দেয়। তাঁর বক্তব্য পরে ট্রাম্প নিজেও শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ।

হামাস শুক্রবার রাতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে— যুদ্ধের অবসান, ইজরায়েলের সেনা প্রত্যাহার, বন্দি বিনিময়, ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম এবং ফিলিস্তিনি জনগণকে গাজা থেকে উচ্ছেদ না করার প্রতিশ্রুতি। এর আগে ট্রাম্প আল্টিমেটাম দিয়েছিলেন রবিবার সন্ধ্যা ৬টার (মার্কিন সময়) মধ্যে প্রস্তাব মেনে না নিলে “সম্পূর্ণ নরক” তৈরি করবেন।

ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। তিনি ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান এবং দাবি করেন, হামাস এখন “স্থায়ী শান্তির” জন্য প্রস্তুত। বলেন ট্রাম্প, “এই মুহূর্তে পণবন্দিদের নিরাপদে বের করা খুবই বিপজ্জনক। তাই ইজরায়েলকে বোমা ফেলা বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে বিশদ রূপরেখা তৈরি হচ্ছে। এটা শুধু গাজার নয়, পুরো মধ্যপ্রাচ্যের দীর্ঘ প্রতীক্ষিত শান্তির বিষয়।” 

তিনি একটি ভিডিও বার্তায় কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডনসহ একাধিক দেশকে ধন্যবাদ জানান মধ্যস্থতার জন্য। ট্রাম্প বলেন, “এটা এক ঐতিহাসিক দিন। আমরা শান্তির খুব কাছে পৌঁছে গেছি। সকল পক্ষকে ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করা হবে।”

এই নাটকীয় অগ্রগতির পর বিশ্ব রাজনীতি নতুন মোড় নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় বড় ভূমিকা নিতে পারে। তবে এর বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।