Homeখবরবিদেশকেমব্রিজশায়ারে আবিষ্কৃত রোমান যুগের কবরস্থান, মৃতদেহের চারপাশে বিরল জিপসামের হদিশ

কেমব্রিজশায়ারে আবিষ্কৃত রোমান যুগের কবরস্থান, মৃতদেহের চারপাশে বিরল জিপসামের হদিশ

প্রকাশিত

কেমব্রিজশায়ারে রোমান যুগের এক কবরস্থান আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। যেখানে একটি ব্যতিক্রমী সমাধির সন্ধান মিলেছে। এই সমাধিতে মৃতদেহের চারপাশে তরল জিপসাম ঢেলে দেওয়া হয়েছিল। গবেষকদের ধারণা, এটি কোনো উচ্চবিত্ত ব্যক্তির কবর, যা একটি পাথরের কফিনের ভেতরে বন্ধ ছিল। রোমান যুগে এই প্রথার উল্লেখ পাওয়া গেলেও এর সঠিক উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। জিপসাম ব্যবহারের ফলে মৃত ব্যক্তির পোশাকের ছাপ সংরক্ষিত হয়েছে, যা রোমান যুগের অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।

জিপসাম সমাধি ও অন্যান্য কবর

হেডল্যান্ড আর্কিওলজি সংস্থার মতে, জিপসাম সমাধির প্রচলন সাধারণত রোমান নগরকেন্দ্রগুলিতে দেখা যায়, কিন্তু গ্রামাঞ্চলে এটি অত্যন্ত বিরল। এই সমাধির জন্য ব্যবহৃত জিপসাম প্রায় ৫০ কিলোমিটার দূরের এক খনি থেকে সংগ্রহ করা হয়েছিল, যা প্রচুর শ্রম ও ব্যয়ের ইঙ্গিত দেয়। এতে অনুমান করা যায়, মৃতব্যক্তি যথেষ্ট ধনী ছিলেন। হেডল্যান্ড আর্কিওলজির প্রত্নতাত্ত্বিক জেসিকা লোথার লাইভ সায়েন্স-কে দেওয়া এক বিবৃতিতে জানান, এই ধরনের সমাধি তৈরি করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এতে মৃত ব্যক্তির সমাজে গুরুত্বপূর্ণ অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।

এই কবরস্থানটি একটি মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আগে খননকাজ চালানোর সময় আবিষ্কৃত হয়। এখানে মোট ১৪টি কবর পাওয়া গেছে, যেগুলো কেন্দ্রীয় জিপসাম সমাধির চারপাশে অবস্থিত। এছাড়াও, সীমানা পরিখার বাইরে আরও ৭টি কবর চিহ্নিত হয়েছে। সমাধির ধরনগুলো ছিল নানান রকম—কিছু ছিল পাথরের চেম্বারে, কিছু ছিল দাহকৃত দেহাবশেষ, কিছু কবরের ক্ষেত্রে শিরশ্ছেদ করা মৃতদেহ পাওয়া গেছে, আবার কিছু কফিনের কাঠের অংশের অস্তিত্ব লোহার পেরেক দ্বারা চিহ্নিত হয়েছে।

সমাধির বস্তু ও গবেষণা

কিছু গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু পাওয়া গেছে, যার মধ্যে গয়না ও ব্যক্তিগত সামগ্রী উল্লেখযোগ্য। কেন্দ্রীয় সমাধির দক্ষিণ-পশ্চিমে একটি কবরের মধ্যে পাওয়া গেছে এক যুবতীর দেহাবশেষ, যার সঙ্গে রূপার কানের দুল, তাম্র অ্যালয়ের ব্রেসলেট এবং আংটি পাওয়া গেছে। লোথারের মতে, এটি হয়তো পণ বা বিবাহের উপঢৌকন হতে পারে। অন্যদিকে, সীমানা পরিখার বাইরে পাওয়া এক শিশুর কবর থেকে একগুচ্ছ ব্রেসলেট ও একই ধাঁচের কানের দুল উদ্ধার করা হয়েছে।

গবেষকরা এখন এই কবরস্থানের বিস্তারিত বিশ্লেষণ শুরু করেছেন। এর ফলে রোমান যুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হতে পারে। গবেষণার মাধ্যমে কবরস্থানটি ব্যবহারের সময়কাল ও রোমান সভ্যতার বিস্তৃত পরিসরে এর ভূমিকা বোঝার চেষ্টা করা হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।