Homeখবরবিদেশবিমান অবতরণের সময় দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে মৃত ১৭৯

বিমান অবতরণের সময় দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে মৃত ১৭৯

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বিমানবন্দরে অবতরণের সময় বিমানের চাকা খুলল না, রানওয়েতে ঘষটাতে ঘষটাতে পাঁচিলে গিয়ে ধাক্কা মারল। কয়েক সেকেন্ডের মধ্যে জ্বলে উঠল বিমান। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই যাত্রিবাহী বিমান দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৭৯ জন মারা গিয়েছেন বলে সে দেশের দমকল সূত্রে জানা গিয়েছে। জেজু এয়ারের বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। এঁদের মধ্যে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী। তাঁদের মধ্যে ২ জন বিমানকর্মী বেঁচে গিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার ৭সি২২১৬ উড়ানটি তাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ানে আসছিল। রবিবার সকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বিমানের চাকা না খোলায় কী ভাবে রানওয়ের উপর দিয়ে ঘষটাতে ঘষটাতে যাচ্ছিল। কিন্তু ক্রমশই রানওয়ে থেকে সরে সরে যাচ্ছিল বিমানটি। শেষকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানে আগুন ধরে যায়। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি খবর অনলাইন।

কিছুক্ষণের মধ্যেই দমকল চলে আসে আগুন নেভাতে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, বিমানের ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন নেভানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।

গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। ওই বিমানে ৬৭ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।