Homeবিজ্ঞানফেব্রুয়ারিতেও নয়, মহাকাশ থেকে আরও ফিরতে দেরি হবে সুনীতা উইলিয়ামসদের, কী জানাল...

ফেব্রুয়ারিতেও নয়, মহাকাশ থেকে আরও ফিরতে দেরি হবে সুনীতা উইলিয়ামসদের, কী জানাল নাসা

প্রকাশিত

মহাকাশ অভিযানের মেয়াদ ছিল ৮ দিনের। কিন্তু এখনও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ঠিক ছিল আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। কিন্তু তাঁদের ফিরিয়ে আনতে আরও দেরি হবে।আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে এ কথা জানানো হয়েছে।

দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর দীর্ঘদিন ধরে মহাকাশে আটকে রয়েছেন। ৫ জুন তাঁরা বোয়িং স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান। উভয়ের জন্য প্রাথমিক ভাবে এই মহাকাশ অভিযান মূলত ৮ দিনের ছিল। কিন্তু স্টারলাইনারের যান্ত্রিক সমস্যার কারণে নাসা এটিকে পৃথিবীতে খালি ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে যেতে বাধ্য হন। এ বার ফের তাঁদের ফেরা আরও এক বার পিছিয়ে যাচ্ছে। পরবর্তী ক্রু লঞ্চে বিলম্বের কারণে এমনটি হয়েছে।

দুই মহাকাশচারীর মূলত আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিরে আসার কথা ছিল। তবে নাসা ঘোষণা করেছে যে, তাঁরা অন্তত মার্চের শেষ পর্যন্ত মহাকাশে থাকবেন। বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলে মহাকাশে পৌঁছোনোর ১০ মাস পরে তাঁদের ফেরা সম্ভব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন সাধারণত ছয় মাস স্থায়ী হয়। বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস প্রায় ১০ মাস মহাকাশে কাটাবেন। পরবর্তী ক্রু, স্পেসএক্সের ক্রু-10 মিশন মার্চের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। আশা করা যায়, তাঁরা মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে পৃথিবীতে ফিরতে পারেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...