Homeখবরবিদেশমালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

মালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

প্রকাশিত

পশ্চিম আফ্রিকার অস্থির পরিস্থিতির মধ্যেই মালিতে তিন ভারতীয় নাগরিক অপহৃত হলেন। ১ জুলাই মালির কায়েসে ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে সশস্ত্র হামলার সময় তাঁদের অপহরণ করা হয়। বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মালির সরকারের কাছে অপহৃতদের নিরাপদ ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “ঘটনাটি ঘটে যখন একদল অস্ত্রধারী দুষ্কৃতী সমন্বিত হামলা চালিয়ে ফ্যাক্টরি চত্বর থেকে তিন ভারতীয় নাগরিককে জোর করে তুলে নিয়ে যায়।” একই দিনে পশ্চিম ও মধ্য মালির একাধিক সেনা ও সরকারি স্থাপনায়ও হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারত সরকার।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ভারতীয়দের অপহরণের দায় স্বীকার করেনি, তবে আল-কায়েদা ঘনিষ্ঠ সংগঠন Jama’at Nusrat al-Islam wal-Muslimin (JNIM) ওইদিন মালির বিভিন্ন অংশে হামলার দায় নিয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করে ভারত সরকার একে ‘সহিংসতার নিন্দনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, “আমরা মালির সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নিয়ে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদে মুক্তি নিশ্চিত করে।”

বামাকো-তে ভারতীয় দূতাবাস মালির প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সিমেন্ট ফ্যাক্টরির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। একই সঙ্গে অপহৃতদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক।

বর্তমানে মালির নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। সেই কারণে বিদেশ মন্ত্রক সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকার এবং যথাসম্ভব নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

সীমান্তবর্তী অঞ্চল জুড়ে ক্রমাগত জঙ্গি হানায় উত্তপ্ত হয়ে উঠছে আফ্রিকার এই দেশ। এই পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।