ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন কি এলন মাস্ক? তাঁকে নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন। তাঁর দাবি, টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। ফিনিক্স, অ্যারিজোনায় একটি রিপাবলিকান সম্মেলনে রবিবার (স্থানীয় সময়) ট্রাম্প বলেন, “তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না, কারণ তিনি এই দেশে জন্মগ্রহণ করেননি।”
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থীকে স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিক হতে হয়। এলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন।
ট্রাম্প বলেন, “তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না, এটা আমি আপনাদের জানাতে পারি। সংবিধান অনুযায়ী, এই দেশে জন্মগ্রহণ করাই একটি আবশ্যিক শর্ত।”
ডেমোক্র্যাট শিবিরের সমালোচনার মধ্যে এলন মাস্ককে ‘প্রেসিডেন্ট মাস্ক’ হিসেবে উল্লেখ করার জবাবে ট্রাম্প বলেন, “না, না, তা হবে না।”
ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে পরিষ্কার, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাস্ক মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করলেও প্রেসিডেন্ট হওয়ার সংবিধানগত যোগ্যতা তাঁর নেই।
টেসলা এবং স্পেসএক্সের মতো ‘বৈপ্লবিক’ প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা এলন মাস্ক আন্তর্জাতিক মঞ্চে বিশাল প্রভাব ফেলেছেন। তবে সংবিধানগত নিয়মের কারণে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে তাঁর পথ বন্ধ।
এই বক্তব্যের পর, রিপাবলিকান শিবির এবং ট্রাম্প সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

