Homeখবরবিদেশআমেরিকায় 'জন্মসূত্রে নাগরিকত্ব' বাতিলের পরিকল্পনা ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতীয়-আমেরিকানদের উপর

আমেরিকায় ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ বাতিলের পরিকল্পনা ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতীয়-আমেরিকানদের উপর

প্রকাশিত

আমেরিকার প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী মেয়াদে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করার পরিকল্পনা প্রকাশ করেছেন। ১৫০ বছরেরও বেশি সময় ধরে সংবিধান দ্বারা সুরক্ষিত এই অধিকার নিয়ে ট্রাম্প বলেছেন, “এটি হাস্যকর। এটি বদলাতে হবে।” ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টি নিয়ে এগোবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি নাগরিকত্ব পান। এই নীতির সমালোচনা করে ট্রাম্প এবং তার সমর্থকরা দাবি করেছেন, এটি “বার্থ ট্যুরিজম” বা নাগরিকত্বের অপব্যবহারকে ইন্ধন দিচ্ছে।

ট্রাম্প বলেছেন, “সীমান্ত পেরিয়ে এসে সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া উচিত নয়। এটি বদলানো প্রয়োজন। তবে সংবিধান সংশোধনের জন্য জনগণের কাছে মত চাওয়া হতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, সংবিধানের ১৪তম সংশোধনী পরিবর্তনের জন্য প্রেসিডেন্টের সরাসরি ক্ষমতা নেই। এ নিয়ে আইনত জটিলতা দেখা দিতে পারে। সিটিজেনশিপ নীতি পরিবর্তন করার কোনো কার্যকর উদ্যোগ ট্রাম্প তার পূর্ববর্তী মেয়াদে নেননি।

একটি ২০১১ সালের আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হলে প্রতিটি মার্কিন পরিবারের নাগরিকত্ব প্রমাণে জটিলতা দেখা দেবে।

ভারতীয়-আমেরিকানদের উপর প্রভাব

পিউ রিসার্চ সেন্টারের ২০২২ সালের বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লক্ষ ভারতীয়-আমেরিকান বাস করেন, যার মধ্যে ১৬ লক্ষ জন্মসূত্রে নাগরিক। এই প্রস্তাব কার্যকর হলে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে।

সমালোচনা ও চ্যালেঞ্জ

ট্রাম্পের পরিকল্পনাকে গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেটো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স নাউরাস্তেহ বলেছেন, “তিনি দীর্ঘদিন ধরে এমন মন্তব্য করছেন। তবে কার্যত কোনো পদক্ষেপ নেননি।”

ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এই নীতির বাস্তবায়ন নিয়ে জনমত বিভক্ত হলেও এটি কার্যকর করা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিদেশ বিভাগের সব খবর পড়ুন এখানে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...