Homeখবরবিদেশগ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন পরিষ্কার করে বলেন, “এই মুহূর্তে যদি আমাদের যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেব।"

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন। যারা এই বিষয়ে আমাদের সঙ্গে একমত হবে না, তাদের ওপর আমি শুল্ক আরোপ করতে পারি।” তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য কত্রে এক মার্কিন সামরিক অভিযান পরিচালনা করার পর, ট্রাম্প আবার ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পুরোনো আকাঙ্ক্ষা প্রকাশ্যে আনেন। রিপাবলিকান এই নেতা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, উত্তর মেরু অঞ্চলে রাশিয়া ও চিনের ক্রমবর্ধমান আগ্রহ —বিশেষ করে খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থান—গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্রের এই উদ্বেগকে ‘কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে।

কী বলেছে হোয়াইট হাউস

হোয়াইট হাউস স্পষ্ট করেছে, গ্রিনল্যান্ড প্রশ্নে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার। আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের প্রতিরোধ করতে এটি জরুরি। এ লক্ষ্যে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে, এবং সর্বাধিনায়ক হিসেবে মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে সব সময়েই রয়েছে।”

সম্প্রতি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কূটনৈতিক অগ্রগতি হয়নি। তবে তিন পক্ষই আলোচনার ধারা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।

এ দিকে ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে ফ্রান্স ও জার্মানির সামরিক সদস্যদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় উদ্বেগেরই প্রতিফলন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র কারোলাইন লেভিট স্পষ্ট করে বলেন, “ইউরোপে সেনা মোতায়েন প্রেসিডেন্টের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যে তাঁর অবস্থানেও কোনো পরিবর্তন আনবে না।”

ডেনমার্কের প্রত্যাখ্যান

ডেনমার্ক কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, “গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ড—কোনো পক্ষই চায় না। এমন উদ্যোগ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের সম্পূর্ণ পরিপন্থী।”

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেনও একই সুরে অবস্থান পরিষ্কার করে বলেন, “এই মুহূর্তে যদি আমাদের যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেব। আমরা ন্যাটোকে বেছে নেব। আমরা ডেনমার্ক রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকেই বেছে নেব।”

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এই টানাপোড়েন আর্কটিক অঞ্চলের ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সম্পর্কেও নতুন চাপ সৃষ্টি করছে বলে বিশ্লেষকদের মত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।