Homeখবরবিদেশগাজায় পণবন্দিদের মুক্তি না দিলে 'মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে', হুঙ্কার ট্রাম্পের

গাজায় পণবন্দিদের মুক্তি না দিলে ‘মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে’, হুঙ্কার ট্রাম্পের

প্রকাশিত

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাঁর শপথ গ্রহণের আগে, ২০ জানুয়ারির মধ্যে গাজায় হামাসের হাতে আটক বন্দিরা মুক্তি না পায়, তবে ‘মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে।’ মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “এটা হামাসের জন্য ভালো হবে না এবং, সত্যি বলতে, কারো জন্যই ভালো হবে না। আমি আর কিছু বলতে চাই না, তবে এটাই বাস্তবতা।”

ট্রাম্প আরও জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইজরায়েল আক্রমণ করা ‘কখনোই উচিত ছিল না।’

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত স্টিভ উইটকফ বলেন, বন্দি মুক্তির জন্য ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে। তিনি উল্লেখ করেন, “প্রেসিডেন্টের বক্তব্য এই আলোচনাকে চালিত করছে। আশা করি, সবকিছু মিলে যাবে এবং আমরা অনেক জীবন বাঁচাতে পারব।”

বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, আলোচনার পরিস্থিতি এখনও ‘কঠিন’ এবং চুক্তি হওয়ার সম্ভাবনা সীমিত।

বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরেই গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করছে। তবে অক্টোবর ৭ হামলার পর প্রথম যুদ্ধবিরতি ও কয়েক ডজন পণবন্দি মুক্তির বাইরে বড় কোনো সাফল্য মেলেনি।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের কর্তারা যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতির বিষয়ে নিয়মিত আপডেট পাচ্ছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সমন্বয়ক ব্রেট ম্যাকগার্ক গাজা যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...