Homeখবরবিদেশতুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ, হাতের 'ওম' ট্যাটু দেখে শনাক্ত...

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ, হাতের ‘ওম’ ট্যাটু দেখে শনাক্ত করল পরিবার

প্রকাশিত

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের বলি এক ভারতীয়। শনিবার একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে বিজয় কুমার গৌড় নামে উত্তরাখণ্ডের এক বাসিন্দার নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে এই প্রথম কোনো ভারতীয়র মৃত্যু নিশ্চিত করল ভারতীয় দূতাবাস।

উত্তরাখণ্ডের কোটদ্বারের বাসিন্দা বিজয় কুমার, বেঙ্গালুরু-ভিত্তিক অক্সিপ্ল্যান্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হয়ে কাজ করতেন। সোমবার যখন এই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে, তখন তুরস্কে ব্যবসায়িক সফরে ছিলেন তিনি। তাঁর একটি হাতে “ওম” শব্দের ট্যাটু দিয়ে বিজয় কুমারকে শনাক্ত করা হয়েছিল বলে জানা গিয়েছে।

তুরস্কের ভারতীয় দূতাবাস টুইটারে জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ বিজয় কুমারের মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি হোটেলের ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পারিবারিক সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, তাঁর মৃতদেহ প্রথমে ইস্তাম্বুল এবং তারপর দিল্লিতে নিয়ে আসা হবে। কোটদ্বারে পৌঁছতে তিন দিন সময় লাগতে পারে।

এর আগে, গত বুধবার বিদেশমন্ত্রকের সেক্রেটারি (পশ্চিম) সঞ্জয় ভার্মা জানিয়েছিলেন, তুরস্কের একটি বিপদগ্রস্থ অঞ্চলে একজন ভারতীয় নিখোঁজ হয়েছেন। জনা দশেকের মতো ভারতী অন্য কিছু প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়লেও তাঁরা নিরাপদ বলে মনে করা হয়েছিল। তুরস্কে হাজার তিনের ভারতীয় রয়েছেন এবং বেশিরভাগ মানুষ ভূমিকম্প প্রভাবিত এলাকা থেকে দূরে রয়েছেন।

প্রসঙ্গত, সোমবার দফায় দফায় বিধ্বংসী ভূমিকম্পের পরে দক্ষিণ ও মধ্য তুরস্ক এবং উত্তর ও পশ্চিম সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই ধ্বংসের ছবি। মৃত্যু হয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। উদ্ধার ও ত্রাণকার্যে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ।

আরও পড়ুন: হুগলিতে হাতির তাণ্ডব, রবিবার সকাল ৬টা পর্যন্ত জারি ১৪৪ ধারা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো ও দীপাবলিতে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।