Homeখবরবিদেশতুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ, হাতের 'ওম' ট্যাটু দেখে শনাক্ত...

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ, হাতের ‘ওম’ ট্যাটু দেখে শনাক্ত করল পরিবার

প্রকাশিত

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের বলি এক ভারতীয়। শনিবার একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে বিজয় কুমার গৌড় নামে উত্তরাখণ্ডের এক বাসিন্দার নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে এই প্রথম কোনো ভারতীয়র মৃত্যু নিশ্চিত করল ভারতীয় দূতাবাস।

উত্তরাখণ্ডের কোটদ্বারের বাসিন্দা বিজয় কুমার, বেঙ্গালুরু-ভিত্তিক অক্সিপ্ল্যান্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হয়ে কাজ করতেন। সোমবার যখন এই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে, তখন তুরস্কে ব্যবসায়িক সফরে ছিলেন তিনি। তাঁর একটি হাতে “ওম” শব্দের ট্যাটু দিয়ে বিজয় কুমারকে শনাক্ত করা হয়েছিল বলে জানা গিয়েছে।

তুরস্কের ভারতীয় দূতাবাস টুইটারে জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ বিজয় কুমারের মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি হোটেলের ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পারিবারিক সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, তাঁর মৃতদেহ প্রথমে ইস্তাম্বুল এবং তারপর দিল্লিতে নিয়ে আসা হবে। কোটদ্বারে পৌঁছতে তিন দিন সময় লাগতে পারে।

এর আগে, গত বুধবার বিদেশমন্ত্রকের সেক্রেটারি (পশ্চিম) সঞ্জয় ভার্মা জানিয়েছিলেন, তুরস্কের একটি বিপদগ্রস্থ অঞ্চলে একজন ভারতীয় নিখোঁজ হয়েছেন। জনা দশেকের মতো ভারতী অন্য কিছু প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়লেও তাঁরা নিরাপদ বলে মনে করা হয়েছিল। তুরস্কে হাজার তিনের ভারতীয় রয়েছেন এবং বেশিরভাগ মানুষ ভূমিকম্প প্রভাবিত এলাকা থেকে দূরে রয়েছেন।

প্রসঙ্গত, সোমবার দফায় দফায় বিধ্বংসী ভূমিকম্পের পরে দক্ষিণ ও মধ্য তুরস্ক এবং উত্তর ও পশ্চিম সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই ধ্বংসের ছবি। মৃত্যু হয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। উদ্ধার ও ত্রাণকার্যে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ।

আরও পড়ুন: হুগলিতে হাতির তাণ্ডব, রবিবার সকাল ৬টা পর্যন্ত জারি ১৪৪ ধারা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...