Homeখবরবিদেশইংল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়ছে, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী স্টারমারের

ইংল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়ছে, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী স্টারমারের

প্রকাশিত

ইংল্যান্ডে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা শুরু হওয়ার পর, গত রবিবার প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডানপন্থী প্রতিবাদকারীদের। তিনি বলেন, এই দাঙ্গায় অংশগ্রহণের জন্য তারা ‘অনুশোচনা’ করবে। গত সপ্তাহে তিন শিশুর হত্যাকাণ্ডের পর দেশজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ ইয়র্কশায়ারের রথেরহামে শরণার্থী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি হোটেলের জানালা ভাঙচুর করে মুখোশধারী অভিবাসনবিরোধী প্রতিবাদকারীরা।

গত সোমবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে ভুল তথ্যের কারণে বিভিন্ন শহর অশান্তি ছড়িয়ে পড়েছে। অভিবাসনবিরোধী প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মাত্র এক মাস আগে কনজারভেটিভদের বিরুদ্ধে লেবার পার্টির বিশাল জয়ের পর নির্বাচিত হন। এই অশান্তি তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পড়ুন। ঢাকায় ছাত্র আন্দোলনের সংঘর্ষে নিহত ১০১, দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন

স্টারমার টিভি ভাষণে বলেন, “আপনারা এই বিশৃঙ্খলায় অংশগ্রহণের জন্য অনুশোচনা করবেন। যারা সরাসরি বা অনলাইনে এই কর্মে উস্কানি দিচ্ছেন, তারা পালিয়ে যাবেন না।” তিনি আরও বলেন, “এই ধরনের ডানপন্থী গুন্ডামির কোন ন্যায্যতা নেই” এবং অপরাধীদের “বিচারের আওতায় আনা হবে”।

বিবিসির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রথেরহামের হলিডে ইন এক্সপ্রেস হোটেলে দাঙ্গাকারীরা জোর করে প্রবেশ করছে এবং একটি জ্বলন্ত বর্জ্যপাত্র ঢুকিয়ে দিচ্ছে। সেখানে শরণার্থীরা ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

সেখানে ১০ জন অফিসার আহত হন, তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, হোটেলের কোনও কর্মী বা অতিথি আহত হননি।

নর্থইস্টার্ন ইংল্যান্ডের মিডলসব্রো শহরে শত শত প্রতিবাদকারী দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কিছু প্রতিবাদকারী ইট, ক্যান ও পাত্র ছুঁড়ে মারে।

প্রতিবাদকারীরা সেখানে এএফপি ক্রুর একটি ক্যামেরা ছিনিয়ে নেয় এবং ভেঙে ফেলে। তবে সাংবাদিকরা আহত হননি।

নতুন অশান্তির খবর পাওয়া গেছে যখন পুলিশ জানিয়েছে, শনিবার থেকে লিভারপুল, ম্যানচেস্টার, ব্রিস্টল, ব্ল্যাকপুল ও হাল সহ উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে ১৫০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

দাঙ্গাকারীরা ইট, বোতল এবং ফ্লেয়ার পুলিশদের দিকে ছুঁড়ে মারেন, যার ফলে একাধিক অফিসার আহত হয়েছেন। তারা দোকান লুট ও আগুন লাগিয়ে দেয় এবং ইসলামবিরোধী স্লোগান দেন।

এর আগে ২০১১ সালে উত্তর লন্ডনে একজন মিশ্র-জাতির মানুষকে পুলিশ হত্যার পর ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। তার পর এই রকম হিংসা দেখেছে ইংল্যান্ড।

লিভারপুলের খ্রিস্টান, মুসলিম ও ইহুদি ধর্মীয় নেতারা শান্তির জন্য যৌথ আহ্বান জানিয়েছেন।

ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ ফেডারেশনের টিফানি লিঞ্চ বলেন, “আমরা এখন দেখছি এটি (সমস্যা) শহরে ছড়িয়ে পড়ছে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।