Homeখবরবিদেশএ বার মোটা টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব! ধনীদের জন্য ‘গোল্ড কার্ড’ পরিকল্পনা...

এ বার মোটা টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব! ধনীদের জন্য ‘গোল্ড কার্ড’ পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত

ধনী অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করতে নতুন “গোল্ড কার্ড” চালুর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ লক্ষ ডলারে কেনা যাবে এই কার্ড। ট্রাম্প বলেছেন, এই কার্ডের মাধ্যমে গ্রিন কার্ড সুবিধা এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে। তিনি অনুমান করছেন, ১০ লক্ষ কার্ড বিক্রি করা সম্ভব হবে।

ট্রাম্পের মতে, এই উদ্যোগ জাতীয় ঋণ পরিশোধে দ্রুত সহায়ক হতে পারে। তিনি জানান, বিদ্যমান “EB-5” বিনিয়োগকারি ভিসা কর্মসূচির পরিবর্তে এই “গোল্ড কার্ড” ব্যবস্থা চালু করা হবে।

বর্তমানে EB-5 কর্মসূচির আওতায় বড় অঙ্কের বিনিয়োগ করে মার্কিন অর্থনীতিতে অবদান রাখলে বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়। তবে ট্রাম্প বলেন, “আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি… এর দাম হবে প্রায় ৫ মিলিয়ন ডলার।” তিনি আরও বলেন, “এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং মার্কিন নাগরিকত্বের পথ তৈরি করবে। ফলে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।”

যখন এক সাংবাদিক জানতে চান, রুশ নাগরিকরা কি এই কর্মসূচির আওতায় আসতে পারবেন, তখন ট্রাম্প উত্তর দেন, “হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রুশ ধনকুবেরকে চিনি, তাঁরা খুব ভালো মানুষ।”

১৯৯০ সালে মার্কিন কংগ্রেসের তৈরি করা EB-5 কর্মসূচি মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে চালু হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের মতে, এটি দুর্নীতি ও প্রতারণার শিকার হয়েছে।

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, “EB-5 কর্মসূচি ছিল ভাঁওতাবাজি ও প্রতারণার আঁতুড়ঘর। প্রেসিডেন্ট মনে করেন, এটি একটি সস্তায় গ্রিন কার্ড পাওয়ার পথ। তাই এটি বন্ধ করে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু করা হবে।”

ট্রাম্প প্রশাসন মনে করছে, এই নতুন “গোল্ড কার্ড” কর্মসূচি মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিতর্ক ও সমালোচনা তৈরি হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...