পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র ছদ্ম সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF)-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিদেশ দফতর TRF-কে বিদেশি সন্ত্রাসবাদী সংস্থা বা Foreign Terrorist Organization (FTO) এবং Specially Designated Global Terrorist (SDGT) ঘোষণা করেছে।
এই ঘোষণার পর ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর একে ভারত-আমেরিকা সন্ত্রাসবিরোধী সহযোগিতার “একটি শক্তিশালী স্বীকৃতি” বলে উল্লেখ করেন। তিনি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লেখেন, “TRF, যা লস্কর-ই-তইবার ছদ্ম সংগঠন, তাকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করার জন্য মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-কে ধন্যবাদ। TRF-ই ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দায় নিয়েছিল। সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। #OpSindoor”
পহেলগাঁও হামলা
২২ এপ্রিল ২০২৫, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন অসামরিক নাগরিক। ২০০৮ সালের মুম্বই হামলার পর এটিই ছিল ভারতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
মার্কিন বিদেশ দফতর জানায়, “TRF, যা লস্কর-ই-তইবার একটি ছায়া সংগঠন, পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। এছাড়াও ২০২৪ সালে TRF ভারতীয় নিরাপত্তাবাহিনীর উপর একাধিক হামলার দায় নিয়েছে।”
TRF-কে FTO ঘোষণার ফলে সংগঠনটিকে অর্থসাহায্য, প্রশিক্ষণ, পরামর্শ, কিংবা সহায়তা করা মার্কিন আইনে অপরাধ হিসেবে গণ্য হবে।
ভারতের প্রতিক্রিয়া
ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “TRF, যা লস্কর-ই-তইবার ছদ্মবেশী সংগঠন, বহুদিন ধরেই ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত। পহেলগাঁও-র নারকীয় হামলার জন্য দায়ী সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা একটি সময়োচিত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিবৃতিতে আরও বলা হয়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমন্বিত লড়াই ও জঙ্গি পরিকাঠামো ধ্বংসে ভারত বরাবরই সহযোগিতার উপর জোর দিয়ে এসেছে। TRF-কে নিষিদ্ধ করা ভারত-আমেরিকা যৌথ সন্ত্রাসবিরোধী সহযোগিতার প্রতিফলন।”
ট্রাম্প প্রশাসনের অবস্থান
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, TRF-কে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অঙ্গীকারেরই প্রতিফলন। তারা জানায়, “এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা রক্ষায়, সন্ত্রাস দমনে এবং পহেলগাঁও হামলার বিচার নিশ্চিত করতে ট্রাম্পের বার্তার প্রতিফলন।”