আমেরিকার আসন্ন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্ব জুড়ে নজর। ৫ নভেম্বর ভোট। তার আগে সাম্প্রতিক এক সমীক্ষা এগিয়ে রাখছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশেষ করে আমেরিকার সাতটি গুরুত্বপূর্ণ অনিশ্চিত স্টেটে। অ্যাটলাসইন্টেল নামে এক সংস্থার সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, ট্রাম্পের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে, যা নির্বাচনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
সমীক্ষা অনুসারে, ৪৯ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন, যা বর্তমান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে ১.৮ শতাংশ বেশি। নভেম্বরের প্রথম দু’দিনে পরিচালিত এই সমীক্ষায় প্রায় ২,৫০০ সম্ভাব্য ভোটার অংশ নেন, যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন মহিলা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনিশ্চিত স্টেটগুলির ভূমিকাই চূড়ান্ত ফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। আর এই সাতটি অনিশ্চিত স্টেটের মধ্যে রয়েছে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন। এই স্টেটগুলিতে ট্রাম্প এগিয়ে আছেন বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে।
অ্যারিজোনায় ট্রাম্প সর্বোচ্চ ব্যবধানে এগিয়ে আছেন — সেখানে ট্রাম্পের ভোট ৫১.৯ শতাংশ এবং কমলার ভোট ৪৫.১ শতাংশ। নেভাদাতেও ট্রাম্পের জয় নিশ্চিত হতে পারে, কারণ সেখানে ৫১.৪ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করছেন, যেখানে কমলার পক্ষে রয়েছেন ৪৫.৯ শতাংশ।
সমীক্ষকায় বলা হয়েছে, নর্থ ক্যারোলিনায়, ট্রাম্প ৫০.৪ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন এবং হ্যারিসের সমর্থন ৪৬.৮ শতাংশ।
অনিশ্চিত স্টেটের ভূমিকা: লড়াইয়ের ময়দানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন সাধারণত তিনটি ধরনের স্টেট বিভক্ত: রেড স্টেট, ব্লু স্টেট এবং অনিশ্চিত স্টেট। রেড স্টেট হল এমন রাজ্য যেখানে ১৯৮০ সাল থেকে রিপাবলিকানরা নিয়মিত জিতেছে এবং ব্লু স্টেটগুলি ১৯৯২ থেকে ডেমোক্র্যাটদের হাতে রয়েছে। কিন্তু অনিশ্চিত স্টেটগুলিতে উভয় দলের মধ্যে ভোট প্রায় কাছাকাছি থাকে এবং সামান্য ভোটের ব্যবধানেই প্রার্থী নির্ধারিত হয়। উদাহরণ হিসাবে বলা যায়, ২০২০ সালের নির্বাচনে মাত্র ১০,০০০ ভোটের ব্যবধানে অ্যারিজোনায় জো বাইডেন বিজয়ী হয়েছিলেন।
২৯ অক্টোবর তারিখে প্রকাশিত রয়টার্স/আইপিএসওএস-এর সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস সামান্য এগিয়ে আছেন বলে দাবি করা হয়েছিল। যেখানে হ্যারিসের পক্ষে ৪৪ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪৩ শতাংশ উত্তরদাতা মত জানিয়েছিলেন। তবে, জুলাই মাসে দৌড়ে নামার পর থেকে রেজিস্টার্ড ভোটারদের নিয়ে হওয়া প্রতিটি সমীক্ষায় এগিয়ে থাকলেও সেপ্টেম্বরের শেষ থেকে কমলার ব্যবধান ক্রমেই কমে আসছে।
আরও পড়ুন: কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট
নির্বাচনের চূড়ান্ত দিন যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত স্টেটগুলিতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে। উল্লেখযোগ্য ভাবে, এই নির্বাচনে অনিশ্চিত স্টেটগুলির ওপরেই নির্ভর করছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কারা হবেন।