Homeখবরবিদেশআমেরিকান দূতাবাসে হামলা: ইরানের ‘সবচেয়ে বড় ভুল’? সরাসরি যুদ্ধে কি নামছে যুক্তরাষ্ট্র?

আমেরিকান দূতাবাসে হামলা: ইরানের ‘সবচেয়ে বড় ভুল’? সরাসরি যুদ্ধে কি নামছে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলায় তেল আভিভে ক্ষতিগ্রস্ত হল আমেরিকার দূতাবাস। এই ঘটনা এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে। কারণ, চলমান ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যে এই প্রথম কোনও মার্কিন কূটনৈতিক স্থাপনায় আঘাত হানল তেহরান। প্রশ্ন উঠছে— এই হামলা কি আমেরিকাকে সরাসরি যুদ্ধের ময়দানে নামিয়ে আনবে? বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের ‘সবচেয়ে বড় ভুল’ হতে পারে।

কি ঘটেছিল?

রবিবার রাতে ইরান একযোগে ৬৫টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে মধ্য ইজরায়েলের উপর হামলা চালায়। তেল আভিভ-সহ একাধিক শহরে বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত হয় মার্কিন দূতাবাস ভবন। যদিও কোনও প্রাণহানি হয়নি, তবে জানালার কাচ ভাঙা, কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং কর্মীদের নিরাপত্তা হুমকিতে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দূতাবাস বন্ধ করে কর্মীদের ‘shelter in place’ নির্দেশ দিয়েছে। এদিকে জি৭ সম্মেলনের জন্য সফরসূচি কাটছাঁট করে আগেই দেশে ফিরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

কেন এটা গুরুতর?

আন্তর্জাতিক কূটনীতিতে একটি দেশের দূতাবাস সেই দেশের অংশ বলেই বিবেচিত হয়। সেই অর্থে ইরান কার্যত মার্কিন ভূখণ্ডে হামলা চালিয়েছে বলে ধরে নেওয়া যায়। এটি কেবল ইজরায়েল নয়, যুক্তরাষ্ট্রের প্রতিও সরাসরি চ্যালেঞ্জ।

আমেরিকার প্রতিক্রিয়া কী?

হোয়াইট হাউসের তরফে এখনও পর্যন্ত সরাসরি যুদ্ধঘোষণা না হলেও, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। পেন্টাগনের একজন মুখপাত্র CNN-কে জানান, “আমরা এই আঘাতকে হালকাভাবে নিচ্ছি না। প্রয়োজন হলে প্রতিক্রিয়া হবে যথাযথ ও শক্তিশালী।”

ইরানের ভুল কৌশল?

বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকাকে সরাসরি না টেনেও ইজরায়েলের সঙ্গে লড়াই চালানো ছিল ইরানের কৌশল। কিন্তু দূতাবাসে আঘাত হানার মধ্য দিয়ে তারা যে সীমা লঙ্ঘন করেছে, তাতে ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। ২০০১ সালের ৯/১১-র পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক এবং সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় কীভাবে প্রতিহত করেছিল, তা ইতিহাসে রয়েছে।

যুদ্ধ কি অনিবার্য?

বর্তমানে ইরান, ইজরায়েল ও যুক্তরাষ্ট্র— এই তিন শক্তির মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার মুখে। ইজরায়েল আগেই যুদ্ধ জারি রেখেছে। এখন যদি আমেরিকা সরাসরি প্রবেশ করে, তা হলে একটি পূর্ণমাত্রার পশ্চিম এশীয় যুদ্ধ শুরু হওয়া খুব একটা অসম্ভব নয়। এই সংঘাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্র, এমনকি রাশিয়া ও চিনেরও পরোক্ষভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।