Homeখবরবিদেশসংঘর্ষ আরও তীব্র! ইজরায়েলের উত্তরাঞ্চলে ১৪০টি রকেট হামলা হিজবুল্লার, দেখুন ভিডিয়োয়

সংঘর্ষ আরও তীব্র! ইজরায়েলের উত্তরাঞ্চলে ১৪০টি রকেট হামলা হিজবুল্লার, দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

ইজরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লা শুক্রবার ইজরায়েলের উত্তরাঞ্চলে ১৪০টি রকেট নিক্ষেপ করে। ইজরায়েল-হিজবুল্লা সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করছে।

ইজরায়েলের উত্তরাঞ্চলে শুক্রবার ১৪০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লা। ইজরায়েলের সেনাবাহিনী এবং হিজবুল্লা, উভয় পক্ষ থেকেই এই খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সংগঠনের নেতা হাসান নাসরাল্লা ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাতের প্রতিজ্ঞা করেছিলেন।

ইজরায়েলি সেনাবাহিনীর মতে, রকেট হামলা তিনটি দফায় শুক্রবার বিকেলে চালানো হয়, যা লেবাননের সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি স্থানকে লক্ষ্য করে পরিচালিত হয়। হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইজরায়েলের বেশ কয়েকটি এয়ার ডিফেন্স ঘাঁটি ও একটি সাঁজোয়া ব্রিগেডের সদর দফতরকে লক্ষ্য করে প্রথম বারের মতো কাতিউশা রকেটের মাধ্যমে নিশানা করেছে।

হিজবুল্লা আরও জানিয়েছে, ইজরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও ঘরবাড়ি ধ্বংস হওয়ার প্রতিশোধ নিতেই এই রকেট হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ অক্টোবর থেকে ইজরায়েল ও হিজবুল্লাহ প্রতিদিনই প্রায় গোলাগুলি বিনিময় করছে। তবে শুক্রবারের এই হামলা ছিল আগের তুলনায় অনেক তীব্র। হিজবুল্লা প্রধান নাসরাল্লাহ বৃহস্পতিবার সতর্ক করে বলেছিলেন যে, ইজরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া অব্যাহত থাকবে, বিশেষ করে সাম্প্রতিক হামলায় তাদের সদস্যদের যোগাযোগের যন্ত্রপাতি ধ্বংসের কারণে হিজবুল্লা আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে।

ইসরায়েলের ওপর অভিযুক্ত এই হামলা হিজবুল্লাহর হাজারো পেজার এবং ওয়াকি-টকিতে পরিচালিত হয়েছিল, যা পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে এবং এটি একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। ইসরায়েল এই হামলায় জড়িত থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...