Homeখবরবিদেশ'ভারত-আফগানিস্তান ভাই ভাই, দু'জনে মিলে মারবে পাকিস্তানকে', এক আফগানের ভিডিও ভাইরাল

‘ভারত-আফগানিস্তান ভাই ভাই, দু’জনে মিলে মারবে পাকিস্তানকে’, এক আফগানের ভিডিও ভাইরাল

প্রকাশিত

কলকাতা: পাকিস্তান সম্পর্কে আফগানিস্তানের এক ব্যক্তির একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। যাতে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে দেখা যায় ওই আফগানকে। ওই ভিডিয়োয় আফগান লোকটিকে এমনও বলতে শোনা যায়, “তুমি ভারত থেকে আক্রমণ করো, আমরা এখান থেকে আক্রমণ করে পাকিস্তানকে ধ্বংস করব।”

এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওটি টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি আফগানিস্তানের একটি বাজারের। আসলে, একজন ভারতীয় ইউটিউবার পাকিস্তানের প্রতি আফগানিস্তানের জনগণের মতামত জানার চেষ্টা করেছিলেন। সেই সময় এক আফগান পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন।

ভিডিয়োতে একজন প্রবীণ বলেছেন, “ভারত আমাদের বন্ধু ও ভাই, কিন্তু পাকিস্তান আমাদের শত্রু। তুমি ওই দিক থেকে মারবে, আমি এদিক থেকে মারব।”

এ সময় ভারতীয় ব্যক্তি বলেন যে একটি রাস্তা তৈরি করা উচিত, যেখানে ভারত এবং আফগানিস্তান মিলিত হতে পারে। তখন বৃদ্ধ বললেন, “তুমি ওখান থেকে মারো, আমি এখান থেকেই তোমার সঙ্গে দেখা করব, আফগানিস্তান ও এখানকার মানুষ তোমাকে সমর্থন করবে।”

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালিবান শাসন আসার পর থেকেই দুই দেশের সীমান্তে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তালিবান আসার পর পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে। এমনকি অনেক চিনা প্রকল্প পাকিস্তানে চলছে, সেই প্রকল্পের ইঞ্জিনিয়ারদেরও সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে। যে কারণে পাকিস্তান তালিবানদের বিরোধিতা করতে থাকে এবং দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে।

এ ছাড়াও পাকিস্তানের ঘাঁটি থেকে উড়ে এসে আমেরিকার ড্রোন আফগানিস্তানে বোমা বর্ষণও করতে থাকে, এটাও একটা বড় কারণ। এই সব কারণেই আফগানিস্তানের মানুষের মধ্যে পাকিস্তানের প্রতি বিদ্বেষ রয়েছে।

আরও পড়ুন: রেলের শৌচাগারে পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা, টয়লেটে বসছে আইওটি ভিত্তিক ডিভাইস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।