Homeখবরবিদেশকেন ইরানের সামরিক ঘাঁটিতে হানা? কারণ জানাল ইজরায়েল

কেন ইরানের সামরিক ঘাঁটিতে হানা? কারণ জানাল ইজরায়েল

প্রকাশিত

তেহরান-সহ ইরানের একাধিক শহর জুড়ে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা দেশ। শুক্রবার ভোররাতে ইজরায়েল এক বৃহৎ সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক কেন্দ্রগুলি। সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইজরায়েলের এক সামরিক আধিকারিক নিশ্চিত করেছেন, এই অভিযানে “ডজন ডজন স্ট্রাইক” অন্তর্ভুক্ত ছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কেন্দ্রীয় ইরানের নাটান্‌জ শহরের একটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে আঘাত। তিনি আরও বলেন, ইরান এখন এতটাই ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যে, “মাত্র কয়েক দিনের মধ্যে তারা ১৫টি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম।”

এই হামলার পেছনে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ক্রমবর্ধমান উদ্বেগ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) সম্প্রতি ইরানকে তিরস্কার করেছে পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা না করার জন্য। জানা গেছে, ইরান নতুন করে আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করেছে এবং আরও উন্নত সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা নিয়েছে।

ইজরায়েল দীর্ঘদিন ধরেই সতর্ক করে এসেছে যে, তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। যদিও তেহরান দাবি করেছে, তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না। কিন্তু ইজরায়েলি সেনা বাহিনী জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এখন “নো রিটার্ন পয়েন্ট”-এ পৌঁছে গিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে, “ইরান হাজার হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা ফোর্টিফায়েড আন্ডারগ্রাউন্ড কেন্দ্রে ছড়িয়ে রয়েছে। এই কারণে, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে।”

IDF আরও বলেছে, “আমাদের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে আমরা আর কোনো বিকল্প দেখছি না।”

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। পরবর্তী প্রতিক্রিয়া কী হয়, তা নিয়ে নজর রয়েছে বিশ্বজুড়ে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।