Homeখবরকলকাতা২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

প্রকাশিত

২২ বা ২৩ সেপ্টেম্বর নয়, আগামী শুক্রবার ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির উদ্যোগে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’ (ইজ়েডসিসি)-তে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করার কথা তাঁর। পাশাপাশি উত্তর ও দক্ষিণ কলকাতার আরও দু’টি মণ্ডপের উদ্বোধন করতে পারেন শাহ। তবে চূড়ান্ত সফরসূচি হাতে না-পাওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে চাইছে না বিজেপি নেতৃত্ব।

২০২০ সালে প্রথমবার ইজ়েডসিসি-তে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে সেই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভার্চুয়াল মাধ্যমে। এরপর ২০২৩ সালে শাহ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজো উদ্বোধন করেন। এবার আবারও বিধানসভা নির্বাচনের আগের বছর কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন তিনি।

সম্ভাব্য কর্মসূচি

শাহ এবার একটির বদলে তিনটি মণ্ডপ উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে।

  • বিধাননগরের ইজেডসিসি পুজো
  • উত্তর কলকাতার লেবুতলা পার্ক পুজো (উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ)
  • দক্ষিণ কলকাতার একটি মণ্ডপ (যেখানে যাওয়ার সম্ভাবনা বেশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সংলগ্ন এলাকা)

বিজেপি সূত্রে খবর, শাহের উদ্বোধনের আগেই সজল ঘোষের পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ শুক্রবারেই করবেন শাহ।

শাহের সফরের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিজেপি সূত্রে দাবি, দুর্গাপুজো মঞ্চ থেকেই বাংলার রাজনীতিতে বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: দুর্গাপুজো সংক্রান্ত সব প্রতিবেদন পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

আরও পড়ুন

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।