Homeখবরকলকাতা২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

প্রকাশিত

২২ বা ২৩ সেপ্টেম্বর নয়, আগামী শুক্রবার ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির উদ্যোগে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’ (ইজ়েডসিসি)-তে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করার কথা তাঁর। পাশাপাশি উত্তর ও দক্ষিণ কলকাতার আরও দু’টি মণ্ডপের উদ্বোধন করতে পারেন শাহ। তবে চূড়ান্ত সফরসূচি হাতে না-পাওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে চাইছে না বিজেপি নেতৃত্ব।

২০২০ সালে প্রথমবার ইজ়েডসিসি-তে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে সেই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভার্চুয়াল মাধ্যমে। এরপর ২০২৩ সালে শাহ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজো উদ্বোধন করেন। এবার আবারও বিধানসভা নির্বাচনের আগের বছর কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন তিনি।

সম্ভাব্য কর্মসূচি

শাহ এবার একটির বদলে তিনটি মণ্ডপ উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে।

  • বিধাননগরের ইজেডসিসি পুজো
  • উত্তর কলকাতার লেবুতলা পার্ক পুজো (উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ)
  • দক্ষিণ কলকাতার একটি মণ্ডপ (যেখানে যাওয়ার সম্ভাবনা বেশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সংলগ্ন এলাকা)

বিজেপি সূত্রে খবর, শাহের উদ্বোধনের আগেই সজল ঘোষের পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ শুক্রবারেই করবেন শাহ।

শাহের সফরের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিজেপি সূত্রে দাবি, দুর্গাপুজো মঞ্চ থেকেই বাংলার রাজনীতিতে বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: দুর্গাপুজো সংক্রান্ত সব প্রতিবেদন পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।