কলকাতা: শুক্রবার থেকেই শুরু হল গঙ্গার নীচ দিয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের বাণিজ্যিক যাত্রী পরিষেবা। প্রথম মেট্রো ধরার জন্য থিকথিকে ভিড়। প্রথমদিনই সওয়ারি হলেন গায়ক অনুপম রায় আর রূপঙ্কর বাগচী।
গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। এ দিন স্টেশনে দেখা গেল টিকিট কাটার জন্য লম্বা লাইন। ছবি: রাজীব বসু
অফিসযাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতা। যাত্রীদের স্বাগত জানানোর জন্যও ছিল আলাদা বন্দোবস্ত। ছবি: রাজীব বসু
ইস্ট-ওয়েস্ট রুটে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। ছবি: রাজীব বসু
গঙ্গার নীচ সুড়ঙ্গে জ্বলছে নীল আলো। ওই আলোই বুঝিয়ে দিচ্ছে ট্রেন এখন গঙ্গার নীচে রয়েছে। ছবি: রাজীব বসু
অনুপম শোনালেন, ‘ফিরে গেছে কত, বোবা টানেলের গলা চিরে আলো…ইচ্ছেরা ছুটে চলে…।’ ছবি: রাজীব বসু
রূপঙ্কর গাইলেন, ‘তোমার টানে সারাবেলার গানে/ভোরের অন্তমিল নিশীথ জানে। নিষেধ মানবে দিবানিশি হৃদয়,তোমার কান্না সেকি আমারও নয়?’ ছবি: কলকাতা মেট্রো