কলকাতা: শহরের বুকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে ফের সক্রিয় হল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, শহরের সব দোকান, রেস্তরাঁ-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক।
শুক্রবার ‘টক টু দ্য মেয়র’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান, অনেক দোকানে এখনও শুধুমাত্র ইংরেজি, হিন্দি বা অসমীয়া ভাষায় হোর্ডিং লাগানো হচ্ছে। অথচ বাংলা লেখা নেই। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি পুরসভার আধিকারিকদের।
উল্লেখ্য, গত বছরই কলকাতা পুরসভা একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যে সব বাণিজ্যিক সাইনবোর্ডে বাংলাকে স্থান দিতে হবে। ইংরেজি বা অন্য ভাষা থাকলেও বাংলা থাকা বাধ্যতামূলক।
শুক্রবার পুরসভার বৈঠকে পুরো কাজকর্ম বাংলাতেই সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফের একটি ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। সেই প্রেক্ষিতেই এদিনের বৈঠকে বাংলার উপর বিশেষ জোর ছিল।
তবে পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় এদিন ইংরেজিতে প্রশ্ন তোলেন, মূলত জলের পাইপলাইন লিক, জল সরবরাহে ব্যাঘাত এবং শ্রমিক ঘাটতির মতো নাগরিক সমস্যা নিয়ে। তখন চেয়ারপার্সন মালা রায় মেয়রকে বলেন, উত্তর যেন বাংলাতেই দেওয়া হয়।
মেয়র ফিরহাদ হাকিম পরে জানান, ‘‘কাউন্সিলর ইংরেজিতে প্রশ্ন করলেও আমি বাংলা, আমার মাতৃভাষাতেই উত্তর দিয়েছি।’’
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

