Homeখবরকলকাতাবাংলা ভাষায় দোকানপাটের সাইনবোর্ড বাধ্যতামূলক, বার্তা মেয়র ফিরহাদ হাকিমের, পুর অধিবেশনেও জবাব...

বাংলা ভাষায় দোকানপাটের সাইনবোর্ড বাধ্যতামূলক, বার্তা মেয়র ফিরহাদ হাকিমের, পুর অধিবেশনেও জবাব বাংলাতে

প্রকাশিত

কলকাতা: শহরের বুকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে ফের সক্রিয় হল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, শহরের সব দোকান, রেস্তরাঁ-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক।

শুক্রবার ‘টক টু দ্য মেয়র’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান, অনেক দোকানে এখনও শুধুমাত্র ইংরেজি, হিন্দি বা অসমীয়া ভাষায় হোর্ডিং লাগানো হচ্ছে। অথচ বাংলা লেখা নেই। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি পুরসভার আধিকারিকদের।

উল্লেখ্য, গত বছরই কলকাতা পুরসভা একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যে সব বাণিজ্যিক সাইনবোর্ডে বাংলাকে স্থান দিতে হবে। ইংরেজি বা অন্য ভাষা থাকলেও বাংলা থাকা বাধ্যতামূলক।

শুক্রবার পুরসভার বৈঠকে পুরো কাজকর্ম বাংলাতেই সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফের একটি ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। সেই প্রেক্ষিতেই এদিনের বৈঠকে বাংলার উপর বিশেষ জোর ছিল।

তবে পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় এদিন ইংরেজিতে প্রশ্ন তোলেন, মূলত জলের পাইপলাইন লিক, জল সরবরাহে ব্যাঘাত এবং শ্রমিক ঘাটতির মতো নাগরিক সমস্যা নিয়ে। তখন চেয়ারপার্সন মালা রায় মেয়রকে বলেন, উত্তর যেন বাংলাতেই দেওয়া হয়।

মেয়র ফিরহাদ হাকিম পরে জানান, ‘‘কাউন্সিলর ইংরেজিতে প্রশ্ন করলেও আমি বাংলা, আমার মাতৃভাষাতেই উত্তর দিয়েছি।’’

আরও পড়ুন: প্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা পুরসভা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।