কলকাতা: সোমবার মহানবমী। আবারও একটা বছর অপেক্ষার দিনগোনার পালা যেন আজ রাত থেকেই শুরু হয়ে যায়। দুপুরে কলকাতার কোথাও কোথাও বৃষ্টি এবং কালো মেঘের ঘনঘটা আশঙ্কা তৈরি করেছিল। তবে, রাতে ছাতা সঙ্গী করেই মানুষের ঢল নামল মহানগরে।
ছবি: রাজীব বসু
নবমী নিশিতে বৃষ্টি কিছুটা মুখ গোমড়া করে দিলেও থেমে নেই কলকাতা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় কাতারে কাতারে মানুষের ভিড়য নবমীর রাতে তো বটেই, দিনভর ব্যাপক ভিড় দেখা গেল কলকাতা থেকে জেলা সর্বত্রই। ত্রিধারা থেকে চেতলা অগ্রণী, বেহালার বড়িশা ক্লাব থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, কাশী বোস লেন, টালা প্রত্যয়, শেষবেলায় সর্বত্রই উপচে পড়ছে ভিড়।
ছবি: রাজীব বসু
আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তা ছিল নবমী এবং দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুরবেলা শুরু হয় বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতেই মাথায় হাত পড়ে পুজো উদ্যোক্তাদের। যদি, রাত ১০টা অবধি আর বৃষ্টি হয়নি। ফলে নির্বিঘ্নেই চলছে ঠাকুর দেখা।
ছবি: রাজীব বসু
সবমিলিয়ে পুজোর শেষ বেলায় হার মানতে রাজি নয় দর্শনার্থীরা। শেষ বেলায় যেটুকু আনন্দ উপভোগ করে নেওয়া যায়, তার জন্য ছাতা নিয়েও বেরিয়ে পড়েছেন অনেকে। কোনো কিছুই যে উৎসবকে হারাতে পারবে না, তা কলকাতা আবারও প্রমাণ করে দিল।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! নবমী কি বৃষ্টিতে মাটি হবে?