Homeখবরকলকাতাবৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর শেষবেলায় মানুষের ঢল মহানগরে

বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর শেষবেলায় মানুষের ঢল মহানগরে

প্রকাশিত

কলকাতা: সোমবার মহানবমী। আবারও একটা বছর অপেক্ষার দিনগোনার পালা যেন আজ রাত থেকেই শুরু হয়ে যায়। দুপুরে কলকাতার কোথাও কোথাও বৃষ্টি এবং কালো মেঘের ঘনঘটা আশঙ্কা তৈরি করেছিল। তবে, রাতে ছাতা সঙ্গী করেই মানুষের ঢল নামল মহানগরে।

durga puja H 1

ছবি: রাজীব বসু

নবমী নিশিতে বৃষ্টি কিছুটা মুখ গোমড়া করে দিলেও থেমে নেই কলকাতা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় কাতারে কাতারে মানুষের ভিড়য নবমীর রাতে তো বটেই, দিনভর ব্যাপক ভিড় দেখা গেল কলকাতা থেকে জেলা সর্বত্রই। ত্রিধারা থেকে চেতলা অগ্রণী, বেহালার বড়িশা ক্লাব থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, কাশী বোস লেন, টালা প্রত্যয়, শেষবেলায় সর্বত্রই উপচে পড়ছে ভিড়।

durga puja 1 1

ছবি: রাজীব বসু

আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তা ছিল নবমী এবং দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুরবেলা শুরু হয় বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতেই মাথায় হাত পড়ে পুজো উদ্যোক্তাদের। যদি, রাত ১০টা অবধি আর বৃষ্টি হয়নি। ফলে নির্বিঘ্নেই চলছে ঠাকুর দেখা।

durga puja 2 1

ছবি: রাজীব বসু

সবমিলিয়ে পুজোর শেষ বেলায় হার মানতে রাজি নয় দর্শনার্থীরা। শেষ বেলায় যেটুকু আনন্দ উপভোগ করে নেওয়া যায়, তার জন্য ছাতা নিয়েও বেরিয়ে পড়েছেন অনেকে। কোনো কিছুই যে উৎসবকে হারাতে পারবে না, তা কলকাতা আবারও প্রমাণ করে দিল।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! নবমী কি বৃষ্টিতে মাটি হবে?

সাম্প্রতিকতম

ইউরো কাপ ২০২৪: ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার পক্ষে সর্বাধিক গোলে জয়  

রোমানিয়া: ৩ (নিকোলে স্টানসিউ, রাজভান মারিন, ডেনিস ড্রাগুস) ইউক্রেন: ০ খবর অনলাইন ডেস্ক: রীতিমতো হইচই...

 ভারতীয় ফুটবল দলের লাগাতার খারাপ পারফরম্যান্স, ছাঁটাই কোচ ইগর স্তিমাচ, কত টাকা ক্ষতিপূরণ পাবেন জানেন?

ভারতীয় ফুটবল দলের লাগাতার খারাপ পারফরম্যান্সের জের, ছাঁটাই কোচ ইগর স্তিমাচ। ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনএ হ্যারিস, কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রমুখ।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা: কার গাফিলতি? উঠে আসছে একাধিক প্রশ্ন

সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় কার গাফিলতি তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাঙাপানি...

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনে শুভেন্দু, কেন্দ্রীয় দল কথা বলল ঘরছাড়াদের সঙ্গে

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবনে শুভেন্দু।ঘাটাল এবং কেশপুর লোকসভা এলাকার ১১৫ জন বিজেপি নেতাকর্মী ও বাসিন্দাদের নিয়ে তিনি রাজভবনে যান।

খাস কলকাতায় গুলি, মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ এক যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ কিডস্‌ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকা গুলি চলে।

বিধানসভার উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া, তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতার মানিকতলা ও নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে। উত্তর ২৪ পরগনার বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক।