Homeখবরকলকাতাআরজি করের চিকিৎসক খুনের তদন্তে দিল্লি থেকে আসছে সিবিআইয়ের বিশেষ দল, রাজ্যজুড়ে...

আরজি করের চিকিৎসক খুনের তদন্তে দিল্লি থেকে আসছে সিবিআইয়ের বিশেষ দল, রাজ্যজুড়ে ডাক্তারদের কর্মবিরতি

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে গোটা রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। 

এই নির্দেশ পাওয়ার পরপরই, দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় আসছে। সিবিআইয়ের এই দল বুধবার সকালে কলকাতায় পৌঁছাবে বলে সূত্রে জানা গিয়েছে। তারা তদন্তের নথিপত্র সংগ্রহ করে, বুধবারই আরজি কর মেডিক্যাল কলেজে যেতে পারেন।

বুধবার চিকিৎসকদের কর্মবিরতি

এদিকে, এই ঘটনা নিয়ে চিকিৎসক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস বুধবারের জন্য রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ ও অ-জরুরি পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরজি করের বক্ষরোগ বিভাগের সংস্কারের নামে প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন তাঁরা, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, মঙ্গলবার বিকেলে আরজি কর মেডিক্যাল কলেজের বক্ষরোগ বিভাগে সংস্কারের কাজ শুরু হয়। যে স্থানে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই সেমিনার হলের উল্টো দিকের ঘরটিতে সংস্কার কাজ করা হয়। এই ঘটনা চিকিৎসক মহলে সন্দেহের জন্ম দিয়েছে, এবং তারই প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে পুন্যব্রত গুন জানিয়েছেন, “হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অপরাধী ধরা না পড়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

বক্ষরোগ বিভাগে সংস্কারের কাজ চলছে ছবি: রাজীব বসু

প্রতিবাদ মঞ্চে অপর্ণা সেন

শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবারের ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র আহ্বান জানানো হয়েছিল। শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে বিকেল চারটে নাগাদ পদযাত্রা শুরু হয়। শেষ হয় আর জি করের জরুরি বিভাগের গেটে। মীরাতুন নাহার, সুজাত ভদ্র, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণ সরকারদের সঙ্গে এই পদযাত্রায় অপর্ণা সেনেরও থাকার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার হাঁটতে পারেননি।

গাড়িতে করে তিনি সোজা আর জি কর হাসপাতালে পৌঁছান। এদিকে তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন সিপিএম সমর্থক। কিন্তু তিনি কোনও প্রতিক্রিয়া না দেখিয়েই সোজা বিক্ষোভকারীদের মাঝে চলে যান অপর্ণা সেন। সেখানে কিছুক্ষণ বসেন তিনি।

মাইক হাতে নিয়ে তিনি বলেন, “আমাদের কতগুলি প্রশ্ন আছে। এই সিভিক ভলান্টিয়াররা কারা? তাঁদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে?… এই সিভিক ভলান্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কেন পুলিশ তড়িঘড়ি এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য? কেন এই হাসপাতালে যেখানে এমন ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলা হল? এই সব প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এই সব প্রশ্নের জবাব আমরা চাই। এই জবাব পাওয়ার অধিকার আমাদের আছে। আমাদের দাবি যে পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক… ছাত্রছাত্রীদের বলছি, “আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।”

ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ছবি: রাজীব বসু

মধ্যরাতে রাস্তা দখলের আহ্বান 

মধ্যরাতে রাস্তা দখলের আহ্বান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে রাজ্যে। এই আন্দোলন কলকাতার তিনি জায়গায় সীমিত ছিল, কিন্তু গত ২৪ ঘণ্টায় তা রাজ্য জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। 

দলহীন এবং পতাকাহীন এই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন অনেক তৃণমূল নেতার পরিবারের মহিলা, আত্মীয় এবং ঘনিষ্ঠেরাও। 

কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী ফেসবুকে অন্তত ১৪টি জায়গার জমায়েতের পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘নারীদের সম্মান, প্রাণ বাঁচাতে দলবদ্ধ হোন।’ 

কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলারের পরিবারের মহিলারা মিছিলে পা মিলেয়েছেন। মঙ্গলবারের নাগরিক মিছিলে হাঁটেন সমাজকর্মী রত্নাবলী রায়, পিয়া চক্রবর্তী (ঘটনাচক্রে, যিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী), মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়েরা। 

আরও পড়ুন

আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, হাই কোর্টের নজরে রাজ্যের তথ্যপ্রমাণ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।