Homeখবরকলকাতারেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন...

রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন শমীক ভট্টাচার্য

প্রকাশিত

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার কলকাতায় এসে শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ নতুন পরিষেবা চালু করেন। এই উপলক্ষে স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রেল পরিষেবার উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, শিয়ালদহ স্টেশনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর প্রয়োজন ছিল। সেই অনুযায়ী, এখন শিয়ালদহ স্টেশন থেকে দৈনিক তিন লক্ষ অতিরিক্ত যাত্রী চলাচল করতে পারবেন। এদিনে অনুষ্ঠানে রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি রাখলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

তিনি জানান, শিয়ালদহ স্টেশনের নাম বদলে প্রখ্যাত সমাজসেবী এবং ভারতীয় রাজনীতির এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘‘দেশভাগের সময়, শিয়ালদহ স্টেশন ছিল বহু উদ্বাস্তু মানুষের জন্য একটি আশ্রয়স্থল। তাদের পুনর্বাসন ও সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করে তাঁর নামে করা উচিত।”

রেলমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করা হয়। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘‘আমি বিষয়টি বিবেচনা করব এবং সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করব।’’ বিজেপির তরফে আশা করা হচ্ছে, শীঘ্রই এই বিষয়ে রেল মন্ত্রক থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শিয়ালদহ স্টেশন ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্টেশনগুলির মধ্যে একটি। ১৮৬২ সালে এই স্টেশনের যাত্রা শুরু হয় এবং ১৮৬৯ সালে মূল স্টেশন বিল্ডিং নির্মাণ করা হয়। কলকাতার পূর্ব অংশে অবস্থিত এই স্টেশন বহু স্মৃতির সাক্ষী। দেশভাগের সময় বহু উদ্বাস্তু মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে মাথায় রেখেই বিজেপি এই নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যে এই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেই সময় উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর এই অবদানকে স্মরণ রাখতেই শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের দাবি তোলেন বিজেপির রাজ্যর সভার সাংসদ।

বিজেপির এই প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে শহরের বিভিন্ন স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিয়ালদহ স্টেশন যে শুধু একটি স্টেশন নয়, বহু বাঙালির আবেগ ও স্মৃতির প্রতীক, সেই দিকটি কীভাবে মূল্যায়ন করবে কেন্দ্র, সেটাই দেখার বিষয়।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে পম্পা সেনশর্মার কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।