কলকাতা: ৬৫ বছরের এক মহিলার প্লাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধার করা হল তাঁর বাসভবন থেকে। মৃত মহিলার নাম প্রভা দত্ত। পুলিশ রবিবার দক্ষিণ শহরতলির আকরায় জগন্নাথ দত্ত বাগানের বাড়ি থেকে প্রভাদেবীর দেহ উদ্ধার করে। মাকে খুনের অভিযোগে পুলিশ তাঁর পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে তাঁর পুত্রবধূকেও। অভিযোগ, মাকে খুন করে একটা প্লাস্টিকে মুড়ে পাশের ঘরে তিনদিন ধরে রেখে দিয়েছিলেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার কন্যা রাঁচিতে ডাক্তারি পড়েন। তাঁকে নিয়মিত টাকা পাঠাতেন তিনি। সেই নিয়েই পুত্র ও পুত্রবধূর সঙ্গে তাঁর ঝামেলা লেগেই থাকত।
একটা দু’ ঘরের বাড়িতে পুত্র ও পুত্রবধুকে নিয়ে থাকতেন প্রভাদেবী। প্রতিবেশীরা আরও জানিয়েছেন, ওই বাড়িতে মায়ের থাকা নিয়ে প্রায়ই অশান্তি বাঁধাতেন ছেলে ও বউমা। মাকে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য নিয়মিত চাপ দিতেন।
প্রভাদেবীর দেহ উদ্ধার হল প্রতিবেশীদেরই চেষ্টায়। শনিবার প্রভাদেবীর বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় তাঁদের। পুলিশ ডাকার জন্য তাঁরা জোর করতে থাকেন তাঁর পুত্রের উপরে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুত্র মহেশতলা থানায় খবর দেন। তার পরই পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে ছেলে ও বউমাকে গ্রেফতার করে।
আরও পড়ুন
উত্তর কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ