Homeখবরকলকাতাআলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে বড়দিনের কার্নিভাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে বড়দিনের কার্নিভাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

কলকাতা: বড়দিন আসতে এখনও পাঁচ দিন বাকি। কিন্তু কলকাতা মহানগরীতে শুরু হয়ে গেল বড়দিন উৎসব। প্রতি বছরের মতো এ বছরেও রাজ্য সরকারের উদ্যোগে আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট। আর অ্যালেন পার্কে শুরু হয়ে গিয়েছে বড়দিনের কার্নিভাল। বৃহস্পতিবার ওই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী।

বড়দিনের কার্নিভাল উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি সম্প্রদায়েরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন।”

ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গ চলে আসে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। উৎসব উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতে তিনি স্তম্ভিত!

আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট।

শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বড়দিনের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে বেঁধেন। তাঁর অভিযোগ, আগে বড়দিন জাতীয় ছুটি হিসাবে গণ্য হত। বর্তমান কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দিয়েছে।

চলে এসেছেন সেলফি-শিকারিরা।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা কিন্তু বাতিল করিনি। আমরা ছুটি দিয়েছি। কারণ, ওই দিন সকলেই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে। পরিবারের লোকেদের সঙ্গে বেরোতে। আমরা সব সম্প্রদায়ের উৎসব পছন্দ করি।’’

ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।