কলকাতা: কয়লা পাচারকাণ্ডে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতায় ফের টাকার পাহাড়ের হদিশ। বুধবার বালিগঞ্জে এখ নির্মাণ সংস্থার অফিসে হানা দেয় ইডি। উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নগদ টাকা।
ইডি সূত্রে খবর, ওই সংস্থার অফিসে রাখা ছিল থরে থরে নগদ টাকার বান্ডিল। টাকা গোনার জন্য নিয়ে যাওয়া হয়েছে যন্ত্র। বুধবার সন্ধ্যা পর্যন্ত টাকার পরিমাণ ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। এখনও সেখানে টাকা গোনার কাজ চলছে।
কয়লাকাণ্ডের তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন, এই বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হতো। ঘটনায় প্রকাশ, সকাল থেকে বালিগঞ্জের ওই নির্মাণ সংস্থার অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। মোট ১০ থেকে ১২ জন আধিকারিক তল্লাশি অভিযান চালান। টানা জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যবসায়ীকে। চলে লাগাতার তল্লাশি। সেখান থেকেই টাকা উদ্ধার হয়েছে।
ইডির তদন্তকারীদের দাবি, কয়লা কাণ্ডে যে কালো টাকা বিভিন্ন জায়গায় পৌঁছেছিল সেই টাকাই পৌঁছেছিল এই ব্যবসায়ীর বাড়িতে। নির্মাণ ব্যবসার পাশাপাশি ওই ব্য়ক্তির আরও একাধিক ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। যে টাকা বেআইনি কয়লা ব্যবসা থেকে উঠে এসেছিল তারই একটা অংশ এই ব্যবসায়ীর হাত ধরে সাদা করার ব্যবস্থা করা হয়েছিল।
আরও পড়ুন: ৭৫ মিনিটের ভাষণ! আদানি-প্রসঙ্গ এড়িয়ে কংগ্রেসকেই বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী