Home খবর দেশ বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ, সরব ঘাসফুল শিবির

বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ, সরব ঘাসফুল শিবির

0

মেঘালয় : বেজেছে ভোটের বাদ্যি। সব আসনেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। সেখানে MDA জোটে BJP-র সঙ্গে ছিল NPP। এবার সেখানে আলাদা লড়াই করছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল NPP। তাঁরা এবার সেখানে একক ক্ষমতায় সরকার গড়বেন বলেও দাবি করেন কনরাড সাংমা। কিন্তু ভোট এবং জোট নিয়ে সেখানে দ্বিচারিতা করছে BJP। সেখানের শাসকদলকে ভোটের আগে নিশানা করলেও BJP , নির্বাচনের পর NPP-র সঙ্গে জোটের পথ খোলা রাখছে।

এই নিয়ে দু দলকেই নিশানা করেছে তৃণমূল সেখানে এবার তারাই সরকার গঠন করবে বলে দাবি করেছে তৃণমূল। নির্বাচনে জেতার পরে মেঘালয়ের জন্য কী কী করা হবে তা নিয়েও একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে ঘাসফুল শিবির। যদিও NPP দলের প্রধানের দাবি, তৃণমূল একটি ‘বহিরাগত দল’।

চার্লস পাইনগ্রোপ বলেন, ‘BJP এখানে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। একদিকে তার এনপিপিকে আক্রমণ করছে। আবার, নির্বাচন পরবর্তী জোট হতে পারে তাদের সঙ্গে বলেও জানাচ্ছে। এটা এক ধরনের দ্বিচারিতা এবং মানুষকে তাঁরা বোকা বানাতে চাইছেন।’ চার্লস পাইনগ্রোপ বলেন, ‘এখানে MDA সরকার ছিল এবং জোটে ছিল দুই দলই। তারাই এখন আলাদা আলাদা করে নির্বাচনে লড়াই করছে’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version