Homeখবরকলকাতামাস খানেক আগেই হেলে পড়ে বাঘাযতীনের বহুতল, পলাতক প্রমোটার, বাসিন্দাদের বিরুদ্ধেও এফআইআর-এর...

মাস খানেক আগেই হেলে পড়ে বাঘাযতীনের বহুতল, পলাতক প্রমোটার, বাসিন্দাদের বিরুদ্ধেও এফআইআর-এর অভিযোগ

প্রকাশিত

কলকাতার নেতাজিনগরে বেআইনি ভাবে নির্মিত একটি বহুতল আবাসন ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মাসখানেক আগে থেকেই বাড়িতে ফাটল দেখা দেয় এবং দক্ষিণ দিকে হেলে পড়ে। গত ১৭ ডিসেম্বর বাড়ি ‘সোজা করার’ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত বিপর্যয় ঘটে।

মঙ্গলবার রাত থেকে ফ্ল্যাট ভাঙার কাজ শুরু করেন পুরকর্মীর। বুধবারও এই ভাঙার কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর ১০-১২ আগে জলাভূমি ভরাট করে নির্মিত হয়েছিল বহুতলটি। অভিযোগ, চারতলা বাড়ি নির্মাণের কোনও অনুমোদন ছিল না। বাসিন্দাদের একাংশের দাবি, হেলে পড়ার বিষয়ে তারা বহু আগেই প্রোমোটার সুভাষ রায়কে জানিয়েছিলেন।

প্রোমোটার আশ্বাস দেন যে, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি লিফটিং করিয়ে সোজা করবেন। এমনকি বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বলেন। চুক্তিপত্রে উল্লেখ করেন, সমস্ত আর্থিক দায়ভার তিনি নিজেই নেবেন। তবে, আবাসনের কোনও ক্ষতি হলে তিনি একা দায়িত্ব নেবেন না।

হরিয়ানার একটি সংস্থার মাধ্যমে লিফটিংয়ের কাজ শুরু হলেও, কলকাতা পৌরসভার অনুমোদন নেওয়া হয়নি। বাসিন্দাদের অজান্তেই কাজ চলতে থাকে বলে অভিযোগ।

বাড়ি ভেঙে পড়ার পর থেকে প্রোমোটার সুভাষ রায় পলাতক। কলকাতা পৌরসভা ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। উল্টে, বাসিন্দাদের বিরুদ্ধেও নেতাজিনগর থানায় মামলা হয়েছে।

প্রকাশ্যে এসেছে, অনুমতি না থাকা সত্ত্বেও জল সংযোগ দিয়েছিল কলকাতা পৌরসভা। স্থানীয় পুর প্রতিনিধি ও যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, “এই বাড়ির কোনও অনুমোদিত প্ল্যান ছিল বলে আমার সন্দেহ। লিফটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি। পুরসভাকে বিষয়টি জানানো হয়নি।” সিপিএম আমলেই অনুমতি ছাড়া ওই এলাকায় একাধিক বিল্ডিং তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি।

অনুমতি না থাকা সত্ত্বে জল সংযোগ এবং অন্য পুর পরিষেবা দেওয়া হল কেন? এ প্রসঙ্গে দেবব্রত মজুমদার সংবাদমাধ্যকে বলেন, “মানবিক কারণে জল ও অন্যান্য পরিষেবা দিতে হয়েছে।” তবে এই যুক্তি মানতে নারাজ স্থানীয় সিপিএম নেতৃত্ব। এই ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখিয়েছে সিপিএম।

বাসিন্দারা জানিয়েছেন, লিফটিংয়ের জন্য অনুমতির প্রয়োজন সম্পর্কে তাদের কোনও ধারণা ছিল না। এক আবাসিক শিউলি বক্সী বলেন, “প্রোমোটার সব দায়িত্ব নেবেন বলেছিলেন। এখন আমরা ঘর হারিয়ে নিঃস্ব।”

অন্য এক বাসিন্দা অভিজিৎ বক্সী বলেন, “যাঁরা ফ্ল্যাট কিনেছি, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে শুনেছি। আমরা আইনজীবীর পরামর্শ নিচ্ছি।”

বাড়ি ভাঙা শুরু হলেও এই ঘটনাকে কেন্দ্রে এলাকায় উত্তেজনা রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।