Homeখবরকলকাতাউত্তর কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ

উত্তর কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ

প্রকাশিত

উত্তর কলকাতার ব্যস্ত কাশী বোস লেনে রাস্তা খোঁড়ার সময় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি কতদিন ধরে সেখানে রয়েছে এবং কিভাবে এই ব্যস্ত এলাকায় এসে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া গেছে যে দেহটি একজন মহিলার, যার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।

শনিবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কাশী বোস লেন ও বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খনন শুরু করে। খনন করতেই বেরিয়ে আসে মহিলার পচাগলা দেহ। দিন কয়েক আগেই জল সরবরাহের কাজের জন্য কলকাতা পুরসভা এই রাস্তাটি খুঁড়েছিল। সেই সময়েই দেহটি কীভাবে সেখানে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুরে এলাকায় একটি তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এরপর ওই এলাকা ঘিরে দেওয়া হয়। 

গণপিটুনি রোধে উদ্যোগী কলকাতা পুলিশ, এলাকার বিশিষ্টজনেদের নিয়ে বৈঠকের নির্দেশ

স্থানীয় বাসিন্দা বিনোদকুমার বারুই সংবাদমাধ্যমকে বলেন, “কিছু দিন আগে এই রাস্তা খুঁড়ে জল সরবরাহের জন্য কাজ হয়েছে। তারপর রাস্তায় মাটিচাপা দেওয়া হয়। ১০ তারিখ বৃষ্টি হলে হয়তো ধস নেমে ওই মহিলা পড়ে গিয়েছেন।” তিনি আরও জানান যে, পাশের গলিতেও ধস নেমে এরকম গর্ত হয়েছে। বিনোদকুমার অভিযোগ করেন, “হয়তো ঠিক করে কাজ করা হয়নি। শনিবার গন্ধ বের হচ্ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করে। হয়তো দু’-তিন দিন ধরে দেহটি পড়ে ছিল।”

এই ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দেহটি কীভাবে সেখানে এল এবং মৃত্যুর কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।