Homeখবরকলকাতাগৃহঋণে সুদ বাড়ায় কলকাতায় চাহিদা বেড়েছে মাঝারি ফ্ল্যাটের

গৃহঋণে সুদ বাড়ায় কলকাতায় চাহিদা বেড়েছে মাঝারি ফ্ল্যাটের

প্রকাশিত

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় ধাপে ধাপে বেড়েছে গণঋণে সুদের হার। তার ফলে ধাক্কা লেগেছে আবাসন শিল্পের বাজারে। তবু পরিসংখ্যান বলছে কলকাতার আবাসন শিল্পের বাজারে স্বস্তি দেওয়া দেওয়ার মতো বৃদ্ধি নজরে এসেছে। মে মাসের তুলনা ফ্ল্যাটের বিক্রি বেড়েছে ২০ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতেই কলকাতায় সবচেয়ে বেশি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। সে মাসে মোট ৪ হাজার ১৭৮টি ফ্ল্যাট বিক্রি হয়। তার পর ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল ও মে মাসে যথাক্রমে ২,৯২২, ৩,৩৭০, ২,২৬৮ এবং ২,৮৬৩টি ফ্ল্যাট বিক্রি হয়।

আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্কের রিপোর্ট জানাচ্ছে, গত চার বছরের তুলনামূলক হিসাবে এ বছরই কলকাতায় সবচেয়ে বেশি ফ্ল্যাট বিক্রি হয়েছে। গত বছরের জুন মাসে কলকাতা ৩ হাজার ৪৪টি ফ্ল্যাট বিক্রি হয়। তার আগের দু’বছরে সেই সংখ্যা দেড় হাজারের আশপাশে ছিল বলে সংস্থার রিপোর্টে জানানো হয়েছে।

(পডুন: আইটিআর দাখিলে কর ফাঁকির দিন শেষ! এআই প্রযুক্তি ব্যবহার করছে আয়কর বিভাগ)

ছোট ফ্ল্যাটের বিক্রি বেড়েছে

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানো ফলে গৃহঋণে বেড়েছে সুদের হার। ফলে তার প্রভাব পড়েছে আবাসনের বিক্রিতেও। রিপোর্ট বলছে, গত মাসে যে সংখ্যক ফ্ল্যাট বিক্রি হয়েছে, তার মধ্যে ৫০০ বর্গফুটের কম আয়তনের ফ্ল্যাটের সংখ্যা ১,২২৯ টি। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৫০১ থেকে ১ হাজার বর্গফুট আয়তনের (মাঝারি) ফ্ল্যাট। এর সংখ্যা ১,৪৩৫। বাকি বিক্রি হওয়া ফ্ল্যাটের আয়তন এক হাজার বর্গফুটের বেশি। গত বছর জুনের সঙ্গে তুলনা করলে, ছোট ফ্ল্যাটের বিক্রির হার অনেকটাই বেড়েছে কলকাতায়।

মাঝারি মাপের ফ্ল্যাটের বাজার মোটামুটি একই আছে। তুলনামূলক ভাবে কিছুটা কমেছে উচ্চবিত্তের ফ্ল্যাটের বিক্রি।  চলতি  মাসের সঙ্গে আগস্ট মাসেও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কিছুটা ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ শ্রাবণ মলমাস বলে অনেকেই শুভ কাজ করতে চান না। এর প্রভাব পড়তে পারে আবাসনের বাজারে। বিক্রি বাড়বে আসন্ন উৎসবের মরসুমে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।