Homeখবরকলকাতাধনতেরাসে সোনার অফারের ফাঁদ! কলকাতায় সাইবার জালিয়াতির শিকার বহু ক্রেতা

ধনতেরাসে সোনার অফারের ফাঁদ! কলকাতায় সাইবার জালিয়াতির শিকার বহু ক্রেতা

প্রকাশিত

ধনতেরাসে সোনা-রুপোর গয়নায় বিশেষ ছাড়ের অফারে প্রলোভন দেখিয়ে জালিয়াতির ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা। কলকাতা জুড়ে এই ধরনের প্রতারণার ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। প্রতারণা চক্রগুলি সোশ্যাল মিডিয়াতে গয়না বিক্রির ভুয়ো প্রোফাইল তৈরি করে সস্তায় গয়না কেনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। শনিবার রাত পর্যন্ত কলকাতা পুলিসে মোট ২২টি এমন অভিযোগ জমা পড়েছে।

কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, ধনতেরাস উপলক্ষ্যে একাধিক ভুয়ো প্রোফাইল তৈরি করে সাইবার অপরাধীরা গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিচ্ছে, তবে সেই অর্ডারগুলি কখনওই ক্রেতার কাছে পৌঁছচ্ছে না। এ বিষয়ে পুলিস কমিশনার মনোজ ভার্মা শহরবাসীকে সতর্ক করে বলেছেন, ‘‘অফারের লোভে কেউ যেন ভুয়ো ওয়েবসাইট থেকে পেমেন্ট না করেন। কোন ওয়েবসাইটে টাকা দেবেন, সেটা ভালো করে যাচাই করুন। প্রতারিত হলে দ্রুত পুলিসের সঙ্গে যোগাযোগ করুন।’’

লালবাজারের সাইবার বিভাগের সূত্রে জানা যায়, দুর্গাপুজোর সময় জামাকাপড়ের ভুয়ো সাইটগুলো বেশ কয়েকজনকে প্রতারিত করেছে, এবার একই রকমভাবে ধনতেরাসে গয়নার ব্যবসায়ীদের ভুয়ো পেজ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অলঙ্কার কেনার উন্মাদনাকে কাজে লাগিয়ে প্রতারকরা গ্রাহকদের ফোনে প্রেরিত লিঙ্কে ক্লিক করিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এরপর গ্রাহকের ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ডাইভার্ট করে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

পুলিস জানাচ্ছে, প্রতারকরা ফেসবুক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় গয়নার বিপণির নাম ব্যবহার করে ভুয়ো পেজ তৈরি করছে। সেখানে নানা ধরনের ছাড়ের বিজ্ঞাপন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে প্রথমে অগ্রিম টাকা জমা নেওয়া হচ্ছে। পরে গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পরেও অর্ডারটি বাতিল দেখানো হচ্ছে, এমনকি প্রকৃত সংস্থাগুলির সাথেও এই ধরনের পেজের কোনও যোগসূত্র নেই।

শহরবাসীকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচাতে পুলিস সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক বার্তা দিয়েছে। পুলিসের মতে, এই ধরনের লোভনীয় অফার সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেখে আগ্রহী হওয়ার আগে সংস্থার সত্যতা যাচাই করে নিতে হবে এবং সন্দেহ হলে দ্রুত পুলিসের সাইবার সেলে যোগাযোগ করতে হবে।

বাচাই খবর পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।