Homeখবরকলকাতাবদলে যাবে ধর্মতলার চেহারা, কলকাতার বুকে নতুন মেট্রোরেল হাব তৈরির কাজ শুরু

বদলে যাবে ধর্মতলার চেহারা, কলকাতার বুকে নতুন মেট্রোরেল হাব তৈরির কাজ শুরু

প্রকাশিত

কলকাতার ধর্মতলা, যা একসময়ে ঐতিহাসিক ট্রামলাইনের জন্য পরিচিত ছিল, এখন রূপান্তরের পথে। জোকা-এসপ্লানেড মেট্রো করিডরের কাজ শুরু হওয়ায় এলাকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই ডাফরিন রোডের ২৫০ মিটার অংশ বন্ধ করে সেখানে মেট্রো টার্মিনাল নির্মাণের কাজ চলছে।

মেট্রো প্রকল্পের জন্য বিসি রায় মার্কেট এবং দূরপাল্লার বাস স্ট্যান্ড ভেঙে দেওয়া হবে। পাশাপাশি হকারদের অন্যত্র স্থানান্তরিত করা হবে। জানা গিয়েছে, আগামী তিন বছরের মধ্যে আধুনিক স্থাপত্যে পুনর্নির্মিত হবে বিসি রায় মার্কেট।

পূর্ব-পশ্চিম (গ্রিন লাইন) এবং উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) মেট্রোর সংযোগস্থল এসপ্লানেডে নতুন সংযোজন হবে জোকা-এসপ্লানেড করিডর (পার্পল লাইন)। এই লাইন খিদিরপুর থেকে মাটির নিচ দিয়ে এসপ্লানেড পর্যন্ত আসবে। ইতিমধ্যে খিদিরপুর ক্লাব এবং অন্যান্য ময়দানের ক্লাবগুলিকে স্থানান্তর করার কাজ শুরু হয়েছে।

রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) জানিয়েছে, সাময়িক বাজার তৈরি করা হবে কলকাতা মাউন্টেড পুলিশের মাঠে। সেখানে বাজার ব্যবসায়ীদের জন্য জায়গা দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় আট মাস সময় লাগবে।

আরও জানা গিয়েছে, ডাফরিন রোডের বিকল্প পথ তৈরি করা হবে বাস স্ট্যান্ডের জায়গায়। তবে বেসরকারি বাসগুলির জন্য কোনও নির্দিষ্ট জায়গা এখনও চিহ্নিত হয়নি। এসপ্লানেডে তিনটি মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত একটি আধুনিক পরিবহন হাব তৈরির পরিকল্পনা রয়েছে।

ধর্মতলার ঐতিহাসিক ডোরিনা ক্রসিং থেকে মাউন্টেড পুলিশ প্যাডক পর্যন্ত এলাকার বড় অংশ ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। মেট্রোর স্টেশন নির্মাণের কাজের জন্য বিশাল জলাধারটি খালি করা হয়েছে। নির্মাণ শেষ হলে এটি নতুনভাবে পুনর্গঠিত হবে।

এই প্রকল্পটি শুধু কলকাতার পরিবহন ব্যবস্থাকে আধুনিক করবে না, বরং ঐতিহাসিক ধর্মতলা অঞ্চলের সামগ্রিক চেহারাকেও বদলে দেবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।