Homeখবরকলকাতাকলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

প্রকাশিত

কলকাতার দুর্গাপুজো মানেই আলো ঝলমলে প্যান্ডেল, থিমের বাহার আর ভিড়ের ঢল। কিন্তু এর বাইরেও আছে ছোট ছোট পুজো, যেখানে আনন্দ লুকিয়ে থাকে সরলতায়— বাচ্চাদের হাসি, হাতে বানানো সাজসজ্জা আর খাঁটি ভক্তিতে। এ বছর সেই ছোট্ট আনন্দের অংশীদার হল এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড

বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি-র সহযোগিতায় এভারেডি এক স্কুলের ছাত্রছাত্রীদের দুর্গাপুজোয় পাশে দাঁড়িয়েছে। স্কুলটিতে পড়াশোনা করে আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চারা। তাদের পুজোকে স্মরণীয় করে তুলতে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এএ ব্যাটারি-চালিত রিমোট কন্ট্রোল টয় ট্রাক, যার নাম দেওয়া হয়েছে ‘আল্টিমা বাহন’। আটটি Eveready Ultima AA ব্যাটারির শক্তিতে চালিত এই বিশেষ ট্রাকে বসেই পুজোর মণ্ডপে প্রবেশ করলেন মা দুর্গা।

বুধবার কলকাতায় এই ‘আল্টিমা বাহন’-এর উদ্বোধন করেন এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের সিইও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, বিক্রমশিলা সংস্থার শিক্ষক-শিক্ষিকারা এবং স্কুলের শিশুরা।

অনীর্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার বড় পুজোর জৌলুসে আমরা মুগ্ধ হলেও ছোট পুজোগুলির ভক্তি ও আনন্দ সমান মূল্যবান। আল্টিমা বাহনের মাধ্যমে আমরা চাইছি এই বাচ্চাদের মুখে হাসি ফুটুক, যাতে এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকে।”

প্রিয়াঙ্কা সরকার জানান, “শিশুদের আনন্দ দেখে আমার ছোটবেলার পুজোর স্মৃতি ফিরে এল। ব্যাটারিতে চালিত এই টয় ট্রাক যে কত সুন্দর উদ্যোগ, তা ভাষায় বোঝানো কঠিন। বড় আয়োজনের মধ্যে হারিয়ে যাওয়া ছোট আনন্দই আসলে সবচেয়ে বিশেষ।”

আল্টিমা বাহন শুধু শিশুদের স্বপ্নপূরণই নয়, রেকর্ড গড়েছে বলেও ঘোষণা হয়েছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস এটিকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এএ ব্যাটারিচালিত রিমোট কন্ট্রোল ট্রাক হিসেবে। পুজোর সময় এটি প্রদর্শিত হবে ৯৫ পল্লি পুজো কমিটি-তে, যেখানে সাধারণ মানুষও তা দেখতে পারবেন।

ছোটদের হাতে তৈরি সাজসজ্জা, ঢাকের আওয়াজ আর মা দুর্গার আগমনে এই উদ্যোগ মনে করিয়ে দিল— দুর্গাপুজোর আসল আনন্দ ঝলমলে আলোর মধ্যে নয়, ভাগাভাগি করা সুখ-দুঃখ আর একসঙ্গে উদ্‌যাপনে।

আরও পড়ুন : দুর্গাপার্বণ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।