Homeখবরকলকাতাঅবশেষে সিবিআইয়ের হাতে ধৃত সন্দীপ ঘোষ, গ্রেফতার তাঁর তিন শাগরেদও  

অবশেষে সিবিআইয়ের হাতে ধৃত সন্দীপ ঘোষ, গ্রেফতার তাঁর তিন শাগরেদও  

প্রকাশিত

কলকাতা: শেষ পর্যন্ত গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে সোমবার গ্রেফতার করল। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন সন্দীপ ঘোষকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে সন্ধ্যায় তাঁকে নিয়ে যাওয়া হয় নিজ়াম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর আরও তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই। এঁরা হলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলি। এঁদের মধ্যে আফসর সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন।   

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে ট্রেনি মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করানোর জন্য রাজনৈতিক ও অরাজনৈতিক মহলের চাপে পড়ে রাজ্য সরকার। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর ঘটনার তদন্তভার রাজ্য তুলে দেয় সিবিআইয়ের হাতে। এ ছাড়াও ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দেয় আদালত।

তদন্তভার পেয়ে সিবিআই গত ১৫ অগস্ট সন্দীপ ঘোষকে তলব করে। সেই দিন হাজিরা দেননি সন্দীপ। পরের দিন সন্দীপ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান। তার পর থেকে ২৪ অগস্ট পর্যন্ত টানা ৯ দিন সিবিআইয়ের তলব পেয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছিল। দৈনিক ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত তাঁকে সিবিআই দফতরে থাকতে হয়েছে।

আর্থিক অনিয়মের মামলায় ২৪ অগস্ট এফআইআরও করে সিবিআই। সেই এফআইআর-এর ভিত্তিতে ২৫ অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় সোয়া ঘণ্টা সিবিআইয়ের দলটিকে বাড়ির বাইরে বসিয়ে রেখে দরজা খোলেন সন্দীপ। ওই দিন সিবিআই তাঁর বাড়িতেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে। তার পরেও গত ৩০ আগস্ট পর্যন্ত টানা জেরা চলে সন্দীপ ঘোষের। শনি ও রবিবার জেরা বন্ধ থাকার পর সোমবার তাঁকে গ্রেফতার করা হল।

আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার আরও ৩

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করার কিছু ক্ষণ পরেই জানা যায়, আর্থিক দুর্নীতি মামলায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এঁরা হলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলি।  

বিপ্লব সিংহের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। সোমবার তাঁকে গ্রেফতার করা হল। আর-এক ধৃত ব্যক্তি সুমন হাজরা ‘হাজরা মেডিক্যাল শপ’ নামে একটি ওষুধের দোকানের মালিক। আরজি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই ওই দোকানে হানা দিয়েছিল। তৃতীয় ধৃত ব্যক্তি আসরফ আলি সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী। অভিযোগ, ধৃত তিন জনকে বেআইনি ভাবে হাসপাতালে ক্যাফেটেরিয়া, পার্কিং লট-সহ নানা সুযোগসুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ।

আরও পড়ুন

আর জি করে পার্কিং ফি নিয়েও বড় দুর্নীতি, তদন্ত শুরু করল সিবিআই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।