Homeখবরকলকাতাঅবশেষে সিবিআইয়ের হাতে ধৃত সন্দীপ ঘোষ, গ্রেফতার তাঁর তিন শাগরেদও  

অবশেষে সিবিআইয়ের হাতে ধৃত সন্দীপ ঘোষ, গ্রেফতার তাঁর তিন শাগরেদও  

প্রকাশিত

কলকাতা: শেষ পর্যন্ত গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে সোমবার গ্রেফতার করল। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন সন্দীপ ঘোষকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে সন্ধ্যায় তাঁকে নিয়ে যাওয়া হয় নিজ়াম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর আরও তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই। এঁরা হলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলি। এঁদের মধ্যে আফসর সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন।   

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে ট্রেনি মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করানোর জন্য রাজনৈতিক ও অরাজনৈতিক মহলের চাপে পড়ে রাজ্য সরকার। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর ঘটনার তদন্তভার রাজ্য তুলে দেয় সিবিআইয়ের হাতে। এ ছাড়াও ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দেয় আদালত।

তদন্তভার পেয়ে সিবিআই গত ১৫ অগস্ট সন্দীপ ঘোষকে তলব করে। সেই দিন হাজিরা দেননি সন্দীপ। পরের দিন সন্দীপ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান। তার পর থেকে ২৪ অগস্ট পর্যন্ত টানা ৯ দিন সিবিআইয়ের তলব পেয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছিল। দৈনিক ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত তাঁকে সিবিআই দফতরে থাকতে হয়েছে।

আর্থিক অনিয়মের মামলায় ২৪ অগস্ট এফআইআরও করে সিবিআই। সেই এফআইআর-এর ভিত্তিতে ২৫ অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় সোয়া ঘণ্টা সিবিআইয়ের দলটিকে বাড়ির বাইরে বসিয়ে রেখে দরজা খোলেন সন্দীপ। ওই দিন সিবিআই তাঁর বাড়িতেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে। তার পরেও গত ৩০ আগস্ট পর্যন্ত টানা জেরা চলে সন্দীপ ঘোষের। শনি ও রবিবার জেরা বন্ধ থাকার পর সোমবার তাঁকে গ্রেফতার করা হল।

আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার আরও ৩

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করার কিছু ক্ষণ পরেই জানা যায়, আর্থিক দুর্নীতি মামলায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এঁরা হলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলি।  

বিপ্লব সিংহের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। সোমবার তাঁকে গ্রেফতার করা হল। আর-এক ধৃত ব্যক্তি সুমন হাজরা ‘হাজরা মেডিক্যাল শপ’ নামে একটি ওষুধের দোকানের মালিক। আরজি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই ওই দোকানে হানা দিয়েছিল। তৃতীয় ধৃত ব্যক্তি আসরফ আলি সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী। অভিযোগ, ধৃত তিন জনকে বেআইনি ভাবে হাসপাতালে ক্যাফেটেরিয়া, পার্কিং লট-সহ নানা সুযোগসুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ।

আরও পড়ুন

আর জি করে পার্কিং ফি নিয়েও বড় দুর্নীতি, তদন্ত শুরু করল সিবিআই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।